শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ঐতিহ্য, সংস্কৃতি আর সৃজন

`বিশ্বরঙ’-এ দুর্গাপূজার পোশাক প্রদর্শনী

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ১৫:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:১৪, ২০ সেপ্টেম্বর ২০২৫

`বিশ্বরঙ’-এ দুর্গাপূজার পোশাক প্রদর্শনী

বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে শরতের দুর্গাপূজা সর্বজনীন আনন্দ ও উৎসবের উপলক্ষ। পূজা মানেই নতুন পোশাক, নতুন সাজ, আর তার সঙ্গে প্রাণবন্ত আবহ। এই আবহকে আরো বর্ণিল ও ঐতিহ্যপূর্ণ করে তুলতে নিয়মিত সৃষ্টিশীলতায় কাজ করে যাচ্ছে দেশের খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ড “বিশ্বরঙ”। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি এবারও আয়োজন করেছে বিশেষ পোশাক প্রদর্শনী।

থিম ও মোটিফে ঐতিহ্যের ছোঁয়া

ডিজাইনার বিপ্লব সাহা জানান, এবারের প্রদর্শনীতে পোশাকে উঠে এসেছে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য প্রকাশ। অলংকরণে ব্যবহৃত হয়েছে গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের পাশাপাশি শারদ, আল্পনা, উৎসব, মধুবনী, সোয়াস্তিকা, যামিনী রায়, বিমূর্ত, কটকি মোটিফ এবং দেবীর বাহন হাতিসহ বিভিন্ন ঘরানার প্রতীকী উপাদান। এসব মোটিফে একদিকে যেমন পূজার আবহ ফুটে উঠেছে, তেমনি আবার শৈল্পিক উপস্থাপনায় মিলেছে পারিবারিক উৎসবের আবেগ।

পোশাকে বৈচিত্র্যতা

শাড়ি, পাঞ্জাবি, ধুতি, থ্রিপিস, ফতুয়া, শার্টসহ নানা ধরণের পোশাকে এসেছে নতুনত্ব। প্রতিটি পোশাকের প্যাটার্নে আনা হয়েছে ভিন্নতা, যাতে প্রতিটি ক্রেতা নিজেদের আলাদা করে চিনতে পারেন। গরমের কথা মাথায় রেখে ব্যবহৃত হয়েছে সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব, জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, সিফনসহ আরামদায়ক কাপড়।

নকশা ও রঙের খেলা

উজ্জ্বল রঙের ব্যবহারের মাধ্যমে শারদীয় উৎসবের আবহকে প্রাণবন্ত করা হয়েছে। টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ও ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টের সমন্বয়ে প্রতিটি পোশাকে ফুটে উঠেছে বাহারি নকশা। ফলে ক্রেতারা সহজেই পূজার সাজে নিজেদের আলাদা করে উপস্থাপন করতে পারবেন।

প্রদর্শনীর সময় ও স্থান

মহালয়া থেকে দশমী পর্যন্ত দেশের সব শোরুমে এবং অনলাইনে চলবে “বিশ্বরঙ দুর্গাপূজা ২০২৫” সংগ্রহের বিশেষ প্রদর্শনী। ক্রেতারা চাইলে যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে।

আরও পড়ুন