ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট ২০২৫
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ১৬:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২৫

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হোটেলের এক্সেকিউটিভ ও ম্যানেজিং ডিরেক্টর শাহিদ হামিদ এবং বিশিষ্ট অতিথিরা। ছবি: ঢাকা রিজেন্সি
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে চলছে ‘ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট ২০২৫’ শিরোনামে ১০ দিনব্যাপি পর্যটন উৎসব। চলবে ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর পযর্ন্ত। পর্যটন, সংস্কৃতি এবং স্বাদের এক অনন্য মিলনমেলা হয়ে দাড়িয়েছে এই আয়োজন।
অনুষ্ঠান উদ্বোধনী:
বিশ্ব পর্যটন দিবসকে মাথায় রেখে আয়োজিত অনুষ্ঠানটি হোটেলের গ্রান্ডিওস রেস্টুরেন্টে চলবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত । গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৫ টায় রুফটপ রেস্টুরেন্ট 'গ্রিল অন দ্য স্কাই'তে এই ফেস্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেলটির এক্সিকিউটিভ ও ম্যানেজিং ডিরেক্টর শাহিদ হামিদ এবং বিশিষ্ট অতিথিরা।
দেশী ও ভিনদেশী খাবার:
ট্যুরিজম ফেস্টে অতিথিদের জন্য থাকছে এক ভিন্নধর্মী ফিউশন বুফে ডিনার। যেখানে প্রতিদিনই থাকবে বিভিন্ন দেশের সুস্বাদু খাবার। ব্রিটিশ স্পেশালিটিজ ‘ব্রিটানিয়া’ থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় তুর্কি ও গ্রিক রান্না। এছাড়াও থাকছে ঐতিহ্যবাহী বাঙালি খাবার, স্প্যানিশ ও মেক্সিকান ফ্লেভারের ওয়েস্টার্ন ডিশ, ইতালিয়ান ও ফ্রেঞ্চ ক্লাসিক্স, এক্সোটিক আরবিয়ান টেস্ট, চাইনিজ ও থাই কুইজিনে প্যান এশিয়ান ফিউশন। এর সবই মিলবে এই ১০ দিনে।
অতিথিদের জন্য:
অতিথিদের জন্য নির্বাচিত কার্ডে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। সকল ডেজার্টে ২০ শতাংশ, হেলথ ক্লাবে ৪০ শতাংশ এবং স্পা ও সেলুনে ২৫ শতাংশ পযর্ন্ত ছাড়। এছাড়া প্রিমিয়ার ক্লাবের সদস্যরা উপভোগ করবেন আরও এক্সক্লুসিভ সুবিধা।
স্পেশাল অফার:
উৎসবকে আরও আকর্ষণীয় করতে থাকছে ২৫ থেকে ২৭ তারিখ পযর্ন্ত ৮ হাজার ৩৩৩ টাকায় পরিবার ও বন্ধুদের সঙ্গে রাজকীয় ভোজের ‘ডাইন থ্রি, পে ওয়ান’ অফার। একই সঙ্গে হোটেল প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলায় ১২টি নামীদামী পার্টনার প্রদর্শন করবেন তাদের বিশেষ অফার।
পর্যটন শুধু ভ্রমণ গন্তব্য নয়:ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এই ট্যুরিজম ফেস্টের মাধ্যমে তুলে ধরতে চায় যে, পর্যটন শুধু ভ্রমণ গন্তব্য নয়, বরং এটি সংস্কৃতি, স্বাদ ও অভিজ্ঞতা ভাগাভাগির এক অনন্য যাত্রা। যেখানে থাকে বিশ্বের নানা ধরনের কুইজিনের বৈচিত্র্যতা।