শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

’অঞ্জন’স-এর শারদীয় দুর্গাপূজা কালেকশন: নতুন পোশাক, হাতে তৈরি গহনা

অঞ্জন’স-এর দূর্গাপূজা কালেকশন

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ১২:২৮, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:১৯, ২০ সেপ্টেম্বর ২০২৫

অঞ্জন’স-এর দূর্গাপূজা কালেকশন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে আরও বর্ণিল, আনন্দময় ও প্রাণবন্ত করতে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স নিয়ে এসেছে বিশেষ দুর্গা পূজা কালেকশন।
এবারের কালেকশনে সব বয়সীদের জন্য থাকছে বৈচিত্র্যময় পোশাক, হাতে তৈরি গহনা, উপহার সামগ্রী ও গৃহসজ্জার জিনিসপত্র।

পোশাকে বৈচিত্র্য ও নতুনত্ব
অঞ্জন’স এর ডিজাইন ও প্রোডাক্ট কো-অর্ডিনেটর ফারুক হেলাল জানিয়েছেন, “পূজার জন্য পোশাকের ডিজাইনে নতুনত্ব ও বৈচিত্র্য আনা হয়েছে। বিশেষ করে মেয়েদের ফতুয়া ও সালোয়ার কামিজের প্যাটার্নে আধুনিক ছোঁয়া দেওয়া হয়েছে।”

মেয়েদের পোশাক: শাড়ি, সালোয়ার কামিজ, টপস
ছেলেদের পোশাক: ম্যাচিং পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া
কাপড়ের ধরন: আবহাওয়ার সঙ্গে মানানসই সিল্কি, মসলিন, কটন ইত্যাদি

অতিরিক্ত আকর্ষণ
হাতে তৈরি গহনা ও উপহার সামগ্রী
ঘর সাজানোর জন্য বিশেষ ডেকোর আইটেম
অনলাইনেও কেনাকাটার সুযোগ

মূল্যছাড় অফার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অঞ্জন’স এর মেম্বারশিপ কার্ড প্রদর্শন করলে ক্রেতারা পাবেন সর্বোচ্চ ৭% পর্যন্ত ছাড়।
উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এই দুর্গাপূজা কালেকশন হতে পারে এক দুর্দান্ত সংযোজন।

আরও পড়ুন