শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

‘রঙ বাংলাদেশে’ শারদ উৎসব

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৭:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১১, ১৯ সেপ্টেম্বর ২০২৫

‘রঙ বাংলাদেশে’ শারদ উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উৎসবের আয়োজন করেছে ‘রঙ বাংলাদেশ’। এই উৎসবকে আমলে এনে তারা সাজিয়েছে পোশাকের বর্ণিল নকশা।

‘রঙ বাংলাদেশ’ বলছে, ঢাকের তালে, কাশফুলের দোলায় এই শরতে প্রতি বছরই মর্তে আসেন দেবী দূর্গা। চারিদিকে পূজার সাজ সাজ রব, বাঙালিরা খুঁজে পায় জীবনের রঙ, আবেগ ও ঐতিহ্যের উৎস। আর মন্ডপের ধুপের গন্ধে মনে পড়ে ঐতিহ্যের শেকড়, লোকজ সংস্কৃতি, নকশী পিঠা, নারকেলের নাড়ু ইত্যাদি।

কর্ণধার সৌমিক দাস বলেছেন, ‘ঐতিহ্যের শেকড়, লোকজ শিল্প, শৈল্পিক কারুকাজ ও আধুনিক ফ্যাশনের রুচিশীলতাকে তুলে ধরেছি এবারের পোশাকে। থিম হিসেবে আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে নকশী পিঠা, নামাবলী, পূজা মণ্ডপের সাজ ইত্যাদি।

প্রতিটি থিম নকশায় ব্যবহার করেছি বাহারি রঙ। কাপড়ের বুননে সূক্ষ্ম কারুকাজ নকশাকে দিয়েছে প্রাণ। যেন প্রতিটি পোশাকই বাঙালি ঐতিহ্যের এক একটি পটচিত্র। ডিজাইনের প্রতিটি থিমেরই রয়েছে আলাদা স্বকীয়তা। জ্যামিতিক নকশা, পূজা মন্ডপের আবহ, চক্রের নকশা, নামাবলী সহ বাহারি সব ডিজাইনকে পূর্ণতা দিয়েছে লাল, খয়েরি, গেরুয়া, কমলা, সাদা, আকাশীর মত রঙ।’

সৌমিক দাস আরও বলেন, ‘আরামদায়ক পোশাক তৈরিতে ব্যবহার করেছি সফটসিল্ক, জ্যাকার্ড, লিনেন, কটন, ভয়েলের মতো হালকা কাপড়। কাপড়ে করা হয়েছে এমব্রয়ডারী, স্ক্রিনপ্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ব্লকপ্রিন্ট এবং কাট অ্যান্ড স্যুর আধুনিক ফিনিশিং।’

প্রতিটি উৎসবই এক একটি জীবন্ত স্মৃতি, যা মিশে থাকে পোশাকের রঙ, নকশা এবং ঐতিহ্যে। উৎসবের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে রঙ বাংলাদেশ প্রতি কেনাকাটায় দিচ্ছে নিশ্চিত উপহার। এ ছাড়া থাকছে থিমভিত্তিক ফ্যামিলি কালেকশন, ম্যাচিং কাপল পোশাক এবং অনলাইনে কেনাকাটার সুযোগ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন