শাকিব খানের সঙ্গে শুটিং শুরু তানজিন তিশার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৬, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:২৩, ১১ অক্টোবর ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার প্রথম সিনেমা ‘সোলজার’-এর শুটিং আজ শনিবার (১১ অক্টোবর) থেকে শুরু হয়েছে। সিনেমাটিতে নায়িকা হিসেবে তার বিপরীতে রয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। প্রথম চলচ্চিত্রেই এমন সহশিল্পী পেয়ে উচ্ছ্বসিত তানজিন তিশা।
সামাজিক অব্যবস্থাপনার মতো জটিল বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স।
তানজিন তিশা জানিয়েছেন, ‘সোলজার’ সিনেমায় অভিনয় করার জন্য তিনি ছেড়ে দিয়েছেন কলকাতার একটি প্রস্তাবিত সিনেমা ‘ভালোবাসার মরশুম’, যেখানে তার বিপরীতে অভিনয়ের কথা ছিল বলিউড অভিনেতা শারমান যোশির।
তিনি বলেন, “আসলে বাংলাদেশের ‘সোলজার’ আর কলকাতার ‘ভালোবাসার মরশুম’—দুটি সিনেমার শুটিং সময় একসঙ্গে পড়েছিল। তাই কলকাতার কাজটি ছেড়ে দিয়েছি। আমি বাংলাদেশের মেয়ে, দেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক— এই ইচ্ছা থেকেই সিদ্ধান্ত নিয়েছি।”
তিশা আরও জানান, ভারতীয় ভিসা সংক্রান্ত কিছু জটিলতা থাকলেও তা ছিল গৌণ কারণ; মূলত তিনি নিজের দেশের কাজকে অগ্রাধিকার দিয়েছেন।
উল্লেখ্য, ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে। সিনেমাটিতে শাকিব খান ও তানজিন তিশার পাশাপাশি অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান ও এবিএম সুমন।