নতুন তথ্য দিলেন পরীমনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:৪২, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:২৬, ৬ অক্টোবর ২০২৫

চিত্রনায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদী—দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জনটা বেশ পুরনো। এ বছরের শুরুতে আদালতে পরীমনির জামিনদার হিসেবে সাদী উপস্থিত ছিলেন, তখন থেকেই নানা আলোচনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে তাদের ঘোরাঘুরি, রোমান্টিক পোস্ট—সবই সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছিল।
তবে কয়েক মাসের মধ্যেই সম্পর্ক ভাঙনের খবর আসে।সংবাদমাধ্যমগুলোতে এপ্রিল মাসে প্রকাশিত হয়, দুজনের সম্পর্ক নাকি চুকেবুকে গেছে।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে অবশেষে বিষয়টি পরিষ্কার করেছেন পরীমনি। অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি হাসতে হাসতে বলেন, “ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।”এর মধ্য দিয়েই প্রেমের গুঞ্জনে ইতি টানলেন এই আলোচিত নায়িকা।
উল্লেখ্য, তিন বছর আগে ‘গুণিন’ ছবির শুটিংয়ের সময় পরীমনির সঙ্গে অভিনেতা শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে ও সন্তান। তবে দেড় বছর আগে তাদের সম্পর্ক ভেঙে যায়।