আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৯, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৫২, ৪ অক্টোবর ২০২৫

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের একটি জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে আবারও আলোচনায় তিনি।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানটির দশম পর্বে হাজির হয়েছিলেন পরী। প্রায় ১০০ মিনিটব্যাপী পডকাস্টের আলাপচারিতায় তিনি জীবনের নানা দিক, পরিবর্তন, মাতৃত্ব এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে অকপটভাবে কথা বলেন।
পরীমণি বলেন, “আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে! তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই। আল্লাহ যেন আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করে দেন। এখনকার যুগে সন্তানদের বড় করতে অনেক অর্থের প্রয়োজন।”
অভিনেত্রী জানান, মাতৃত্বই তার জীবনের সবচেয়ে বড় রূপান্তর এনেছে। আগের মতো না ভেবে কাজ করা নয়, এখন প্রতিটি সিদ্ধান্তে সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করেন তিনি।
সঞ্চয় প্রসঙ্গে পরীমণি বলেন, “এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না। কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন ওরা বড় হয়ে ভোগ করতে পারে।”
অভিনেত্রীর ভাষায়,“ব্যক্তি পরীমণি বা নায়িকা পরীমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না।”
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর এই পর্বটি শনিবার (৪ অক্টোবর) প্রচারের কথা রয়েছে। এরই মধ্যে পরীর এই খোলামেলা স্বীকারোক্তি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ব্যক্তিজীবনে প্রেম করে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরী। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। তবে সম্পর্কের টানাপড়েনের কারণে ২০২৩ সালে রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। বর্তমানে ছেলে ও দত্তক নেওয়া মেয়েকে নিয়েই পরীর নতুন জীবন সাজানো।