শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

আন্দোলনের মুখে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল 

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৯:১৭, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৩৮, ১১ অক্টোবর ২০২৫

আন্দোলনের মুখে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল 

আন্দোলনের মুখে র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত ২৫ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ বাতিল করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। প্রায় এক বছর আগের একটি র‍্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নিয়েছিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৫ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৭তম সভায় র‍্যাগিং ইস্যুতে গৃহীত সিদ্ধান্ত নিয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা ও সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

উল্লেখ্য, প্রায় এক বছর আগের একটি র‍্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে আজীবন এবং ২৪ জনকে বিভিন্ন মেয়াদে ও হল থেকে আজীবন বহিষ্কার করা হয়।

এই সিদ্ধান্তের পর থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে শুরু হয় তীব্র ছাত্র আন্দোলন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনের এই শাস্তিকে ‘অন্যায্য ও প্রহসনমূলক’ দাবি করে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। টানা আন্দোলনের মুখে অবশেষে প্রশাসন পিছু হটে এবং আজ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিলের ঘোষণা দেয়।

ক্যাম্পাসের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, এই সিদ্ধান্তে তারা স্বস্তি পেয়েছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে তারা প্রত্যাশা করেছেন, ভবিষ্যতে যেন কোনো বিভাগীয় সমস্যা এত দূর না গড়ায়, বরং সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা হয়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন