বিশ্বের লম্বা তরুণীর কষ্ট...
অন্যরকম ডেস্ক
প্রকাশ: ১৩:০৯, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৪৬, ২১ অক্টোবর ২০২৫

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে লম্বা তরুণী যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনের ২২ বছরের ম্যাসি কারিনা। টানা পাঁচ বছর ধরে তিনি বিশ্বরেকর্ড ধরে রেখেছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছেন।
লম্বায় বিশ্বরেকর্ড ধরে রাখলেও ম্যাসির মনে অনেক কষ্ট! কারণ কেউ তার সঙ্গে প্রেম করতে চায় না। এই তরুণী ডেটিংয়ে গিয়েও সমস্যায় পড়েছেন। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বর্ণনা করেছেন, উচ্চতার কারণে পুরুষরা তাকে জনসমক্ষে চুমু খেতে পছন্দ করেন না। তাই এখন তার ডেটিংয়ে কোনও আগ্রহই নেই।
ম্যাসি কারিনা বলেন, ‘যতবার ডেট করেছি, ততবারই আমার চেয়ে খাটো পুরুষদের সাথে। তাদের সাথে ডেটে গিয়ে সব সময়ই আমার খারাপ লেগেছে! তারাও খুব লজ্জা পাচ্ছিলেন।’
এই তরুণীর উচ্চতা ৬ ফুট ১০ ইঞ্চি এবং পা ৪ ফুট ৫ ইঞ্চি। তার মা ট্রিস কিন্তু ততটা লম্বা নন। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মানুষ। বাবা ক্যামেরনের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি এবং ভাই জ্যাকবের ৬ ফুট ৩ ইঞ্চি।
এর আগে ৪ ফুট ৪ ইঞ্চির সবচেয়ে লম্বা পা ছিল রুশ বাস্কেটবল তারকা একাতেরিনা লিসিয়ানার। কিন্তু ম্যাসি সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।
এই মুহূর্তে বিশ্বের লম্বা নারী চীনের ৩৮ বছরের সান ফ্যান এবং তার উচ্চতা ৭ ফুট ৩ ইঞ্চি। আর মাত্র ৫ ইঞ্চি লম্বা হলেই ম্যাসি হবেন বিশ্বের সবচেয়ে লম্বা নারী!
ইতিহাসে বিশ্বের সবচেয়ে লম্বা নারী ছিলেন চীনের জিং জিংলিয়ান। তার উচ্চতা ছিল ৮ ফুট ১ ইঞ্চি! ১৯৮২ সালে মারা যান জিং।
৬ ফুট ১০ ইঞ্চি লম্বা ২২ বছর বয়সী এই তরুণী টিকটকে তার অবিশ্বাস্য উচ্চতার একটা ভিডিও শেয়ার করার পর ভাইরাল হয়ে যান।
বেশি লম্বা হওয়ায় ম্যাসি মানুষের কাছ থেকে ‘মিশ্র প্রতিক্রিয়া’ পান। তাকে অনেকে হরর সিনেমার চরিত্রের সঙ্গে তুলনা করেন। কিন্তু তিনি এতে কিছুই মনে করেন না। বরং তিনি ‘অনন্য’ হতে ভালোবাসেন। ‘যদি কেউ ঘৃণা করতে চায়, তবে তারা আমাকে ঘৃণা করুক, কারণ তারা কেউই আমাকে বোঝে না’, বলেন ম্যাসি।
ম্যাসি কারিনা বলেন, প্রি-স্কুল থেকেই তিনি সবার চেয়ে লম্বা ছিলেন। একদিনের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, ‘একবার মাঠে খেলছিলাম–আমার মনে হয়, তখন আমি দ্বিতীয় শ্রেণিতে পড়তাম, এবং কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল যে, আমি কি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী? কারণ আমি তেমনটাই লম্বা ছিলাম।’
ম্যাসি আরও বলেন, ‘সেই সময়, আমি আমার উচ্চতাকে ঘৃণা করতাম। কারণ এটিই ছিল একমাত্র জিনিস যার জন্য বাচ্চারা আমাকে লক্ষ্য করতে পারে। কিন্তু আমার তখন মনে হয়নি, এটাই আমার সবচেয়ে ভালো সুবিধা, কেউ আমার মতো নয়। আমি অনন্য।’
তিনি আরও বলেন, ‘মানুষ প্রায়ই বলে, “তুমি এতো সুন্দর, তুমি কি মডেলিং করো?” তবে একজন লম্বা নারী হিসেবে, আমার কাজ হলো অন্যান্য লম্বা নারীদের ক্ষমতায়ন করা।’
ম্যাসির উচ্চতার কিছু খারাপ দিকও রয়েছে। যেমন, তিনি স্বীকার করেছেন—প্রতিটি দরজার নিচ দিয়ে যাওয়ার সময় তার মাথা আটকে যায়। তার ভাষায়, ‘তখন মনে হয়, হাতুড়ি দিয়ে সেটি ভেঙে ফেলি!’
টিকটক কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাসি কোনো ভিডিও পোস্ট করলেই তার নিচে নানা মন্তব্যের বন্যা বইতে থাকে। লোকে তাকে ‘স্লেন্ডারম্যান’ চরিত্রের সঙ্গে তুলনা করে জানতে চায়, সে কি ‘বাস্তবেই এত লম্বা?’
কাল্পনিক ‘স্লেন্ডারম্যানকে’ একজন পাতলা ও অস্বাভাবিক লম্বা মানবিক রূপে চিত্রিত করা হয়েছে, যার মাথা এবং মুখের কোনও বৈশিষ্ট্য নেই, এবং একই নামে ২০১৮ সালে একটি সিনেমা বানানো হয়েছে।
ম্যাসির একটি ভিডিওতে, একজন বলেছেন, ‘অন্ধকার করিডোরে এটি দেখতে ভয়ঙ্কর হবে।’
কিছু লোক তাকে ‘কোরালাইন’ সিনেমার ‘আদার মাদার’ চরিত্রের সাথে তুলনা করেছেন।
কিন্তু, অন্য কোথাও, কিছু ভক্ত জোর দিয়ে বলেছেন যে, উচ্চতার কারণে ম্যাসির মডেল হওয়া উচিত। এবং তারা জিজ্ঞাসা করেছেন যে, তিনি কীভাবে তার জন্য উপযুক্ত পোশাক খুঁজে পান? তবে মাপমতো পোশাক খুঁজে পাওয়া তার জন্য সত্যিই এক সংগ্রাম!