চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার বাস স্টপেজ নদীর অপর পাড়ে স্থানান্তর পরিকল্পনা সিএমপির
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪:৫৩, ১২ নভেম্বর ২০২৫
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম। ছবি: সমাজকাল
নগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নতুন উদ্যোগ নিয়েছে। সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগের আওতাধীন নতুন ব্রিজ এলাকার বাস স্টপেজ নদীর অপর পাড়ে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার বাস্তবায়ন ও ট্রাফিক কার্যক্রমকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে আজ (১২ নভেম্বর, বুধবার) সকালে সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম। তিনি বলেন, “চট্টগ্রাম নগরের দক্ষিণাংশে যানজট নিরসনে টেকসই সমাধানই এখন সময়ের দাবি। বাস স্টপেজ পুনর্বিন্যাস ও অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে রাস্তা চলাচলযোগ্য করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
সভায় ট্রাফিক বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ এলাকাগুলোর—বিশেষ করে বশিরুজ্জামান গোলচত্বর, নতুন ব্রিজ এলাকা ও সংলগ্ন বাস স্ট্যান্ডের—যানবাহন চলাচল, অবৈধ দখল, নালার উপর হকার বসানোসহ নানা সমস্যার বিষয় তুলে ধরা হয়। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ; চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন এবং বিআরটিএ-র প্রতিনিধিরা।
সভায় অংশগ্রহণকারীরা যৌথভাবে সিদ্ধান্ত নেন যে, নগরীর সড়কে যানজট কমাতে অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং হকারদের অস্থায়ী দোকান অপসারণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাস স্টপেজ স্থানান্তরের মাধ্যমে যানবাহন চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় করা হবে।
