বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ইবিতে ক্লাসে এসে ছাত্রলীগ নেতা আটক

ইবি প্রতিনিধি 

প্রকাশ: ১৯:৪৬, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:২৯, ১২ অক্টোবর ২০২৫

ইবিতে ক্লাসে এসে ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হুসাইন তুষার অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী , যিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।

জানা গেছে, রবিবার দুপুরে হুসাইন তুষার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে আসেন। ওই সময় ছাত্রদলের কয়েকজন কর্মী তাকে ভবনের সামনে দেখতে পেয়ে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সোপর্দ করে।

শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, `এই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে নানা অপকর্ম করেছে। শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়েছে। প্রশাসনের তদন্ত কমিটিতে অনেকের নাম বাদ পড়েছে। ছাত্রলীগ আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, নিয়মিত ফেসবুকে পোস্ট দিচ্ছে। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা।‘

অন্যদিকে আটক হওয়া ছাত্রলীগ নেতা হুসাইন তুষার বলেন, `আমার অনার্স শেষ হয়েছে। এর আগে পরীক্ষায় অংশ নিতে এসেছিলাম, তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের ক্লাসে এলে তারা আমাকে আটক করে।‘

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, `তাকে শিক্ষার্থীরা ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে আমরা নিয়ম অনুযায়ী তাকে থানায় হস্তান্তর করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘তুষার বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যা বলবে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু