উখিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
লক্ষ্য ৮৮ হাজার ২৭৮ জন
শহিদুল ইসলাম, উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৬:০১, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:০৩, ১৩ অক্টোবর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নে ৮৮ হাজার ২৭৮ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসরিন জেবিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। ইউএনও বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে এ দায়িত্ব পালনে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে হবে। তাহলেই এই কর্মসূচি সফলতা পাবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উখিয়ার স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ২৫০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে, যা ১০ কর্মদিবস পর্যন্ত চলবে। এ ছাড়া কমিউনিটি পর্যায়ে প্রতি ওয়ার্ডে ৮টি ব্লকের মাধ্যমে নিয়মিত টিকাদান পরিচালিত হবে।
উখিয়ার ১৫টি ওয়ার্ডে ১২০টি কমিউনিটি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে পরবর্তী ৮ কর্মদিবস টিকাদান চলবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
এ ছাড়া দুপুরে পশ্চিম রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে গঠিত পরিদর্শন দল।
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানায়, এই টিকাদান কার্যক্রমের মাধ্যমে সরকার উখিয়াবাসীকে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।