হবিগঞ্জে ২৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:০৭, ১২ অক্টোবর ২০২৫

হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ২৫ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গত পাঁচ দিনে একাধিক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিজিবির টহলদল কৌশলগত অবস্থান নেয়। সন্দেহভাজন দুটি হাইয়েস গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ১৫ লাখ ৭৩ হাজার টাকার ভারতীয় জিরা ও কাবেরী মেহেদী জব্দ করা হয়।
এছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান, গুটিবাড়ী ও কাকমারাছড়া সীমান্ত এলাকায় টহল দল পৃথক অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ, ২৩ বোতল বিয়ার, বিভিন্ন প্রকার সার ও কসমেটিকস উদ্ধার করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে চুনারুঘাটের গুইবিল ও চিমটিবিল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি ভারতীয় গাঁজা ও কয়েকটি গরু জব্দ করা হয়। পাশাপাশি মাধবপুর উপজেলার মনতলা সীমান্তে আরও ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এসব মাদক ও পণ্যের বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করছে। মাদক ও চোরাচালান দমনে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্য ও মাদকদ্রব্য আইনানুগভাবে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির তথ্যমতে, চলতি মাসে এখন পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে ২ কোটি ২৪ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় মাদক, পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে।