বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

অপহরণকারীদের আস্তানায় র‍্যাবের অভিযান

মুক্তিপণ চক্রের তিন সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭:৫৩, ১১ অক্টোবর ২০২৫

মুক্তিপণ চক্রের তিন সদস্য আটক

কক্সবাজারের টেকনাফ সদরে অপহরণকারীদের গোপন আস্তানা থেকে পালিয়ে আসা ভুক্তভোগীদের তথ্যে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–১৫।

র‍্যাবের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. কাসিমের ছেলে মো. হামিম (২১), ঘোনা পাড়া ১৯ নম্বর ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬)এবংটেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনা এলাকার জাফর আলমের ছেলে আকতার হোসেন (৩৪)।

আ. ম. ফারুক বলেন, শুক্রবার সকালে অপহরণকারীদের গোপন আস্তানায় জিম্মি থাকা তিনজন ভুক্তভোগী কৌশলে পালিয়ে এসে র‍্যাব ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে র‍্যাব সদস্যরা লেঙ্গুরবিল এলাকায় অভিযানে নামে। অভিযানের সময় সন্দেহজনক একটি বাড়ি ঘিরে ফেলে র‍্যাব। উপস্থিতি টের পেয়ে সাত–আটজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়, বাকিরা অন্ধকারে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া ভুক্তভোগীদের বরাত দিয়ে র‍্যাব কর্মকর্তা আরও জানান, এই চক্রটি সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে লোকজনকে টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করত।

অপহরণ, মানবপাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু