খালে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪৬, ১১ অক্টোবর ২০২৫

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চাপাতলা গ্রামে খালে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাবুখালী ইউনিয়নের চাপাতলা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত তিন শিশু হলেন—আনারুল ইসলামের মেয়ে তারিন (৯), তারিকুল ইসলামের মেয়ে তানহা (৯) এবং সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৮)। তিনজনই পরস্পরের চাচাতো-মামাতো বোন সম্পর্কীয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দুইটার দিকে শিশুরা গ্রামের পাশের খালে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের আর দেখা না পেয়ে আশপাশের লোকজন খোঁজ শুরু করেন। তখন খালের কিছু দূরে পাট ধোয়ার কাজে ব্যস্ত কয়েকজন ব্যক্তি পানিতে ভেসে থাকা শিশুদের দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন শিশু পানিতে তলিয়ে গিয়ে প্রাণ হারায়। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।