বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে সেতুর দাবি

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশ: ১৫:১৯, ৯ অক্টোবর ২০২৫

গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে সেতুর দাবি

গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে সংযোগ সেতু নির্মাণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলার ঘোড়াই ঘাট এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এই সমাবেশ হয়।

সমাবেশে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঢাকা অফিসের একটি কনসালটেন্ট টিম এবং ভুক্তভোগী সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কুমারখালী উপজেলার চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ গড়াই নদী পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে নদী উত্তাল থাকায় ঘোড়াই ঘাট দিয়ে পারাপারে ঝুঁকি নিতে হয় নিত্যদিনের যাত্রী ও ব্যবসায়ীদের। স্থানীয়ভাবে একটি সংযোগ সেতুর দাবি বহুদিনের হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

বক্তারা বলেন, আবরার ফাহাদ কুষ্টিয়ার সন্তান, যিনি দেশের শিক্ষা ও স্বাধীন মতপ্রকাশের প্রতীকে পরিণত হয়েছেন। তাই তার স্মৃতিকে ধারণ করে গড়াই নদীর ওপর ঘোড়াই ঘাট থেকে বড় বাজার পর্যন্ত ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করলে তা হবে কুষ্টিয়াবাসীর প্রতি সম্মান এবং উন্নয়ন-অধিকার রক্ষার প্রতীকী দৃষ্টান্ত।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সেতু নির্মাণের উদ্যোগ নিতে সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু