গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে সেতুর দাবি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫:১৯, ৯ অক্টোবর ২০২৫

গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে সংযোগ সেতু নির্মাণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলার ঘোড়াই ঘাট এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এই সমাবেশ হয়।
সমাবেশে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঢাকা অফিসের একটি কনসালটেন্ট টিম এবং ভুক্তভোগী সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কুমারখালী উপজেলার চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ গড়াই নদী পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে নদী উত্তাল থাকায় ঘোড়াই ঘাট দিয়ে পারাপারে ঝুঁকি নিতে হয় নিত্যদিনের যাত্রী ও ব্যবসায়ীদের। স্থানীয়ভাবে একটি সংযোগ সেতুর দাবি বহুদিনের হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
বক্তারা বলেন, আবরার ফাহাদ কুষ্টিয়ার সন্তান, যিনি দেশের শিক্ষা ও স্বাধীন মতপ্রকাশের প্রতীকে পরিণত হয়েছেন। তাই তার স্মৃতিকে ধারণ করে গড়াই নদীর ওপর ঘোড়াই ঘাট থেকে বড় বাজার পর্যন্ত ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করলে তা হবে কুষ্টিয়াবাসীর প্রতি সম্মান এবং উন্নয়ন-অধিকার রক্ষার প্রতীকী দৃষ্টান্ত।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সেতু নির্মাণের উদ্যোগ নিতে সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।