সাতক্ষীরায় বন্ধ হলো ভারতীয় ভিসা সেন্টার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২০:৩০, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৪৭, ২ অক্টোবর ২০২৫

সাতক্ষীরায় বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। বুধবার (১ অক্টোবর) সেন্টার কর্তৃপক্ষ ভবনটি ছেড়ে দিয়েছে।
গত ২৮ আগস্ট বাংলাদশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত চিঠিতে ভবন মালিককে জানানো হয়, বুধবার (১ অক্টোবর) ভবনটি থেকে ভিসা সেন্টারটি খালি করা হবে।
এর আগে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে শহরের ইটাগাছা এলাকায় ‘সংগ্রাম প্লাজায়’ ফ্ল্যাট ভাড়া নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি চালু করে ভারতীয় হাই কমিশন।
ভবনের ম্যানেজার লক্ষীনাথ গাইন জানান, এক মাস আগে তারা ঘর ছাড়ার চিঠি দিয়েছিল। তারা জানিয়েছে, সাতক্ষীরায় ভিসা অফিস রাখবে না।