কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন, এলাকায় উত্তেজনা
শরীয়তপুর সংবাদদাতা
প্রকাশ: ১৯:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ছুরিকাঘাতে নিহত সাইম মাদবর। ছবি: সংগৃহীত
শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. সাইম মাদবর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইম সদর উপজেলার ডোমসার ইউনিয়নের সুজনদোয়াল গ্রামের কৃষক আব্দুল হালিম মাদবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সাইম ও হামলাকারীরা একই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য। প্রায় এক মাস আগে তাদের মধ্যে সংঘর্ষে সিহাব বেপারী (১৬) নামে এক কিশোর মারধরের শিকার হয়। সেই ঘটনার জের ধরেই সোমবার রাত ৯টার দিকে প্রতিপক্ষ গ্যাং সাইমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার তার মৃত্যু হয়।
নিহতের বাবা আব্দুল হালিম মাদবর অভিযোগ করেন, স্থানীয় মাটি ব্যবসায়ী শওকত শিকদার ও সোবহান মাদবর তার ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেন। দুই লাখ টাকার মাটির মধ্যে ৫০ হাজার টাকা বাকি থাকা সত্ত্বেও তারা তা পরিশোধ না করে ইটভাটায় বিক্রি করেন। এ নিয়ে বিরোধ দেখা দিলে শওকত শিকদার, সোবহান মাদবর, কাশেম হাওলাদার, হানিফ শিকদার, সিহাব বেপারীসহ তাদের সহযোগীরা মিলে তার ছেলে সাইমকে হত্যা করে।
সাইমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলাকারীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের হওয়া মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।