জাকসু ভিপি জিতু
পিআর বাস্তবায়নের আগে গণভোট করা যেতে পারে
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

পিআরপদ্ধতি বাস্তবায়নের আগে দেশে একটি গণভোট আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।
বুধবার দুপুরে তার নিজ জেলা শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।
ভিপি জিতু বলেন, “পিআর পদ্ধতি বাস্তবায়নের আগে দেশে একটি গণভোট করা যেতে পারে। যদি বেশির ভাগ মানুষ ও রাজনৈতিক দলের নেতৃত্ব পর্যায়ে মনে করে রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি জরুরি, তাহলে নির্বাচন পিআর পদ্ধতিতে হতে পারে। আর দেশের মানুষ যদি মনে করে পিআর পদ্ধতির দরকার নেই, তাহলে আমি মনে করি এর প্রয়োজন নেই।”
তিনি আরও যোগ করেন, “আমরা এই জিম্মিদশা থেকে বের হয়ে যোগ্যতার ভিত্তিতে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই যেখানে কামার-কুমারের সন্তানরাও সুষ্ঠু রাজনীতিতে অংশ নিতে পারে। আমরা বিশ্বাস করি, দীর্ঘদিন যেই সুষ্ঠু গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে সেই গণতন্ত্রের চর্চা নিশ্চিত হবে।”
এ সময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।