হবিগঞ্জে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, মহাসড়কে দীর্ঘ যান
হবিগঞ্জে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, মহাসড়কে দীর্ঘ যান
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জে আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে বাসচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লার সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) ও তার চার বছরের ছেলে তকি। নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে শামিমা আক্তার ছেলেকে নিয়ে আত্মীয়র বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সড়ক পার হচ্ছিলেন। ঠিক সেই সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। ধাক্কা খেয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। এ সময় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাস জব্দ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটলেও মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং দ্রুতগামী বাস নিয়ন্ত্রণে আনার কার্যকর উদ্যোগের অভাবেই প্রাণহানি বাড়ছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।