বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে ফেরত বিএসএফের

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৭:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে ফেরত বিএসএফের

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে আটক হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতদের মধ্যে পাঁচ শিশু, আট নারী ও দুজন পুরুষ রয়েছে। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামে। 

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে আছেন—শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের শাহীন সানা (২৭), তার স্ত্রী নিলুফা (১৯) ও মেয়ে শাহিনা সুলতানা (১)। একই উপজেলার নওয়াবেঁকী গ্রামের রাবিয়া বেগম (২৯)। বড়কুপট গ্রামের জাহাঙ্গীর আলম (২৪), তার স্ত্রী লিপিকা খাতুন (১৬), নাজমা খাতুন (৩৪) ও ছেলে জিম তরফদার (১৪)। বয়ারসিং গ্রামের ফারহানা আক্তার (২৬) ও ছেলে ফারহান ঢালী (৭)। উত্তর আটুলিয়ার সেলিনা খাতুন (৩৮) ও মেয়ে সুরাইয়া ইয়াসমিন (১০)। আশাশুনির হিজলিয়া গ্রামের রাবিয়া খাতুন (২৭) ও ছেলে রিয়াদ হাসান (৩)। সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের ফুলমতি খাতুন (৭২)।

ফেরত আসা শাহীন সানা জানান, তারা কাজের সন্ধানে দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। তবে সম্প্রতি পরিস্থিতি অনুকূলে না থাকায় দেশে ফেরার চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিমুল হক জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ তাদের আটক করে। পরে রাত সাড়ে ৯টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সকালে সবাইকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু