বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

শিবচরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫

শিবচরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাকিব মাদবর (২৫) একটি হত্যা মামলার আসামি ছিলেন। সম্প্রতি জামিন পেয়ে এলাকায় ফেরেন তিনি। শিবচর থানা পুলিশ এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে।
 
পুলিশের তথ্য অনুযায়ী, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে; শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে 
 ঘটনাটি ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে,, রাকিব ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় চার থেকে পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। তারা রাকিবকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় রাকিবের।

রাকিবের বাড়ি শিবচরের শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামে। তার বাবার নাম নাসির মাদবর। রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।

শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, কয়েক মাস আগের ইবনে সামাদ হত্যাকাণ্ডের আসামি ছিলেন রাকিব। ওই হত্যাকাণ্ডের সঙ্গে রাকিবকে হত্যার ঘটনার সংযোগ থাকতে পারে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে তিনি বলেন, “এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।”

পুলিশ বলছে, আধিপত্য নিয়ে চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সর্দারের লোকজনের সঙ্গে রাকিব মাদবরদের লোকজনের বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে গত ৬ মে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু