হবিগঞ্জে গ্যাস লাইন কাটা : শিল্পাঞ্চলে ১০ ঘণ্টা উৎপাদন ব্যাহত
হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ১৭:৫২, ৪ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জের শাহজীবাজারে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন করার কাজে অসতর্কতায় কেটে যায় জালালাবাদ গ্যাসের হাইপ্রেসার লাইন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটলে শিল্পাঞ্চল ও বাসাবাড়িতে টানা প্রায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এতে অন্তত ২০টি শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়, যার ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
শাহজীবাজার স্টার সিরামিক কারখানার কাছাকাছি কালভার্ট নির্মাণের সময় শ্রমিকরা ভুলবশত মেইন গ্যাস লাইন কেটে ফেলেন। রাত ২টার দিকে মেরামত শেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।
মেটাডোর কোম্পানির কর্মকর্তা রেজাউল বলেন, “গ্যাস লাইন কেটে যাওয়ায় হঠাৎ করেই আমাদের উৎপাদন বন্ধ হয়ে যায়। রাত ২টার পর সরবরাহ চালু হলেও কী পরিমাণ ক্ষতি হলো তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।”
স্কয়ার ডেনিমের সিনিয়র এক্সিকিউটিভ ইমদাদুল হক জানান, উৎপাদন বন্ধ থাকায় রপ্তানি আদেশে প্রভাব পড়তে পারে।
গ্যাস কোম্পানি ও প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য
জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান জানান, “এটি অত্যন্ত সেনসিটিভ হাইপ্রেসার লাইন। শ্রমিকরা অসতর্কতাবশত কেটে ফেলার পর আমরা তাৎক্ষণিকভাবে লাইন বন্ধ করে জরুরি মেরামত শুরু করি। রাতের মধ্যেই তা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।” তিনি আরও বলেন, “এর আগেও একই স্থানে লাইন কাটা হয়েছিল। আমরা সড়ক বিভাগকে চিঠি দিয়ে সতর্ক করেছি।”
অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী ও প্রজেক্ট ম্যানেজার সামছুজ্জোহা বলেন, “আমরা প্রায় এক বছর আগে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে লাইন সরিয়ে নিতে চিঠি দিয়েছি এবং সরকারের নির্ধারিত অর্থও প্রদান করেছি। জমি অধিগ্রহণ জটিলতার কারণে তারা এখনো সরাতে পারেননি। আমরা তো কাজ বন্ধ রাখতে পারি না, তাই এ ধরনের ঝুঁকি থেকেই যাচ্ছে।”
শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত অঞ্চলটি হবিগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানকার বেশিরভাগ প্রতিষ্ঠান রপ্তানিমুখী। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন বন্ধ হয়ে রপ্তানির সময়সূচি ও শ্রমিকদের কর্মঘণ্টা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, সড়ক উন্নয়ন কাজ ও গ্যাস লাইন ব্যবস্থাপনা নিয়ে সমন্বয়ের অভাবে তারা বারবার এমন ভোগান্তিতে পড়ছেন।