বসনিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:০২, ৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৯:২৩, ৬ নভেম্বর ২০২৫
ছবি: আনাদোলু এজেন্সি
বসনিয়া-হার্জেগোভিনার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তুজলায় এক বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম বিএইচআরটি জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতরা সবাই ওই বৃদ্ধাশ্রমের বাসিন্দা। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস কর্মী ও চিকিৎসাকর্মী আহত হয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যদের কয়েক ঘণ্টা ধরে কাজ করতে হয়। পরে তারা আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
তুজলা শহরের এই বৃদ্ধাশ্রমটি স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
