বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:১০, ২২ অক্টোবর ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি শিক্ষার্থী

গাজায় ইসরায়েলি সেনাদের লাগাতার হামলায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন। সম্প্রতি এমন পরিসংখ্যান প্রকাশ করেছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শুধু গাজা উপত্যকাতেই ১৯ হাজার ৯১০ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। দখলকৃত পশ্চিম তীরে নিহত হয়েছেন আরও ১৪৮ জন। একই সময়ে গাজায় আহত হয়েছেন ৩০ হাজার ৯৭ জন শিক্ষার্থী, আর পশ্চিম তীরে আহত হয়েছেন এক হাজার ৪২ জন।

শিক্ষক ও শিক্ষা প্রশাসনিক কর্মীদের মধ্যেও ব্যাপক প্রাণহানি ঘটেছে। নিহত হয়েছেন এক হাজার ৩৭ জন শিক্ষক ও কর্মচারী। আহত হয়েছেন চার হাজার ৭৪০ জন। আটক করা হয়েছে অন্তত ২২৮ জনকে।

ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বোমা ও গোলাবর্ষণে গাজায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে ১৭৯টি স্কুল ও ৬৩টি বিশ্ববিদ্যালয় ভবন। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৮টি সরকারি ও ১০০টি জাতিসংঘ পরিচালিত স্কুল। এমনকি ৩০টি স্কুলকে আনুষ্ঠানিক নিবন্ধন তালিকা থেকেই বাদ দিতে বাধ্য হয়েছে মন্ত্রণালয়, কারণ সেসব স্কুল ও সেখানে অধ্যয়নরত শিক্ষক-শিক্ষার্থীদের আর অস্তিত্ব নেই।

পশ্চিম তীরেও দুইটি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে, একটি হেবরনে, অন্যটি তুবাসে। বারবার ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত আটটি বিশ্ববিদ্যালয় ভবন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৬৮ হাজার ২০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

দখলকৃত পশ্চিম তীরেও একই সময়ে অন্তত এক হাজার ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১০ হাজার ৩০০ জন। আটক হয়েছেন ২০ হাজারের বেশি, যাদের মধ্যে ১ হাজার ৬০০ জন শিশু।

অধিকৃত ফিলিস্তিনজুড়ে এই ভয়াবহ মানবিক বিপর্যয় অব্যাহত থাকলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি