বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থী ধর্ষণ, আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২১:৩৫, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:১৩, ১২ অক্টোবর ২০২৫

পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থী ধর্ষণ, আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন

ফের ধর্ষণকাণ্ডে স্তম্ভিত ভারতের পশ্চিমবঙ্গ। এবার রাজ্যের পূর্ব বর্ধমানের দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী শুক্রবার রাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কলেজ ক্যাম্পাস সংলগ্ন জঙ্গলে সহপাঠীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরই ঘটেছে ঘটনাটি।

পরে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওড়িশার জলেশ্বর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। শিক্ষার্থীর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল।

আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত বলেছেন, “বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না, তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

দুর্গাপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা দপ্তর কলেজ কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। ঘটনার সময়, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও কর্তৃপক্ষের ভূমিকা—সবদিকেই নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এই ঘটনায় ফের চাপে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

বিজেপি অভিযোগ করেছে, “পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। নারীরা আজ ভয়ের মধ্যে বাস করছে, আর তৃণমূল সরকার নির্বিকার।”

অন্যদিকে বিরোধী দলগুলো বলছে, গত এক বছরে রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে নারী নির্যাতনের ঘটনায় সরকারের ব্যর্থতা প্রমাণিত।

এটি পশ্চিমবঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ধর্ষণ ঘটনার ধারাবাহিকতা—
জুলাই ২০২৫: দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজে গণধর্ষণের অভিযোগে রাজ্যজুড়ে ক্ষোভ।

আগস্ট ২০২৪: আর.জি. কর মেডিকেল কলেজে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ড—যা দেশব্যাপী বিক্ষোভের জন্ম দেয়।

এই ঘটনাগুলোর পর রাজ্যের চিকিৎসা শিক্ষাঙ্গন এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন