নিজের এক্স-এ লিখলেন মোদি
বন্ধু ট্রাম্পকে ফোন করেছি ও অভিনন্দন জানিয়েছি
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১০:৫২, ১০ অক্টোবর ২০২৫

ফাইল ছবি
গাজা যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়ার সাফল্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, ফোনালাপে দুই নেতা ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কের নতুন দিগন্ত নিয়েও আলোচনা করেছেন—যা দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বে সম্ভাব্য এক নতুন মোড় আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এক্স-এ দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন,“আমার বন্ধু, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। বাণিজ্য আলোচনায় অর্জিত ভাল অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেছি। আগামী সপ্তাহগুলিতে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট।”
এই বক্তব্যে আবারও উঠে এসেছে “আমার বন্ধু ট্রাম্প”এই শব্দটি—যা মোদি ও ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্কের উষ্ণতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, গাজা ইস্যুতে ট্রাম্পের সাফল্যের প্রশংসা ও বাণিজ্য আলোচনায় মোদির আগ্রহ—দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
মোদি-ট্রাম্প ফোনালাপকে অনেকেই দেখছেন “শীতল বাণিজ্য সম্পর্কের পুনরুজ্জীবন” হিসেবে। গত কয়েক মাসে শুল্ক, প্রযুক্তি স্থানান্তর ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা এবার হয়তো দূর হতে পারে।
দুই দেশের কর্মকর্তারা জানিয়েছে, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির খসড়া আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। ট্রাম্প নিজেও বলেছেন, “ভারতের সঙ্গে সম্পর্ক আবার আগের মতো দৃঢ় করতে চাই।”
দু’বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর হামাস ও ইসরায়েল অবশেষে প্রথম দফায় সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। বুধবার ট্রাম্প ঘোষণা করেন, তার ২০ দফা শান্তি প্রস্তাবের অধিকাংশ শর্ত হামাস মেনে নিয়েছে এবং বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হবে।
চুক্তি অনুযায়ী, ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং শত শত প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেবে। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথাও বলা হয়েছে—যেখানে জাতিসংঘ সম্প্রতি দুর্ভিক্ষ ঘোষণা করেছে।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্পের পরিকল্পনায় গাজাকে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন দ্বারা পরিচালনার প্রস্তাবও রয়েছে, যা মার্কিন নেতৃত্বে গঠিত হবে। যদিও হামাস এখনো এই অংশে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।