শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

পুতিনের উপদেষ্টার দাবি

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০:১৩, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৩২, ৬ অক্টোবর ২০২৫

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র নয় বরং রাশিয়ার সশস্ত্র বাহিনীই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী।

রুশ সম্প্রচারমাধ্যম রোসিয়া-১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেকে বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীই সবচেয়ে শক্তিশালী। কিন্তু তা সঠিক নয়—আমাদের সেনাবাহিনী আরও শক্তিশালী এবং একটি দৃঢ় প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ সক্ষম।”

পাত্রুশেভের দাবি, সামরিক সক্ষমতা, প্রযুক্তি, প্রতিরক্ষা কৌশল এবং যুদ্ধের বাস্তব অভিজ্ঞতার দিক থেকে রাশিয়া এখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে এগিয়ে। তিনি বলেন, “পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন যে, রুশ সেনাবাহিনী বর্তমানে শক্তির বিচারে আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আমাদের বাহিনী শুধু আধুনিক অস্ত্রসজ্জায় নয়, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রতিরক্ষা প্রস্তুতিতেও অনন্য। গত কয়েক বছরের অভিযানে রুশ সেনারা প্রমাণ করেছে তারা বিশ্বের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।”

তবে এত শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও, পশ্চিমা আগ্রাসন প্রতিহত করতে জনসমর্থনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন পাত্রুশেভ। তিনি বলেন, “অভ্যন্তরীণ ঐক্য ও জাতীয় মনোবল ছাড়া কেবল সামরিক শক্তির ওপর নির্ভর করে ইউরোপের আগ্রাসন প্রতিরোধ করা কঠিন হবে।”

পাত্রুশেভের এই বক্তব্যকে রাশিয়ার সামরিক আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। যদিও পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর যৌথ সামরিক জোট এখনো প্রযুক্তি ও অর্থনৈতিক শক্তির দিক থেকে রাশিয়ার চেয়ে অনেক এগিয়ে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন