রুশ ড্রোন হামলায় ইউক্রেনের রেলস্টেশনে আহত কমপক্ষে ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:১৪, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:২৮, ৪ অক্টোবর ২০২৫

ছবি : সংগৃহীত
উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের শহর শোস্তকার একটি রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে হামলার সময় সেখানে ট্রেনের কর্মী ও যাত্রীরা অবস্থান করছিলেন।
জরুরি সেবাদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে বলে জানান জেলেনস্কি। আহতদের সঠিক সংখ্যা ও অবস্থা যাচাই চলছে।
জেলেনস্কি একই সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা গেছে আগুনে দগ্ধ একটি ট্রেনের বগি এবং ছিন্নভিন্ন ধ্বংসাবশেষে ভরা স্টেশন প্রাঙ্গণ।
“রুশ বাহিনী জানত যে তারা সাধারণ নাগরিকদের লক্ষ্য করছে। এটি নিখাদ সন্ত্রাসবাদ, যা বিশ্বের উপেক্ষা করা উচিত নয়,” ক্ষোভ প্রকাশ করেন জেলেনস্কি।
তিনি আরও বলেন, “রাশিয়া প্রতিদিন মানুষের জীবন কেড়ে নিচ্ছে। কেবল শক্ত প্রতিরোধই তাদের থামাতে পারে।”
পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আমরা ইউরোপ ও আমেরিকার কাছ থেকে বহু দৃঢ় বিবৃতি শুনেছি—এখন সময় এসেছে সেগুলো বাস্তবে রূপ দেওয়ার।”
সুমি অঞ্চলটি রাশিয়ার সীমান্তসংলগ্ন, যেখানে গত কয়েক সপ্তাহ ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। সাম্প্রতিক এই হামলাকে ইউক্রেন “বেসামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিক প্রচেষ্টা” বলে উল্লেখ করেছে।
সূত্র : বিবিসি