জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানা তাকাইচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:৫৩, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৩৮, ৪ অক্টোবর ২০২৫
জাপানের রক্ষণশীল জাতীয়তাবাদী রাজনীতিক সানা তাকাইচি দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নতুন প্রধান নির্বাচিত হয়েছেন। দলের এই সিদ্ধান্ত তাকে দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে নিয়ে গেছে। খবর দিয়েছে রয়টার্স।
৬৪ বছর বয়সী তাকাইচিকে এলডিপি বেছে নিয়েছে এমন সময়ে, যখন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে সাধারণ জনগণের ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিদেশি বিনিয়োগকারীদের প্রতি কড়া অবস্থান এবং জাপানের নিজস্ব শিল্প ও চাকরির বাজার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি দলীয় সদস্যদের আস্থা অর্জন করেন।
আগামী ১৫ অক্টোবর জাপানের পার্লামেন্টে ভোটাভুটি হবে বলে জানানো হয়েছে। সেই ভোটে তাকাইচি আনুষ্ঠানিকভাবে বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হতে পারেন।
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির নেতৃত্বে এলডিপির এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে। তবে চ্যালেঞ্জও কম নয়। গত বছর ইশিবার নেতৃত্বে এলডিপি এবং তার জোট সহযোগীরা পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায়, ফলে দলের অবস্থান নড়বড়ে হয়ে পড়ে।
অন্যদিকে, ডেমোক্র্যাটিক পার্টি ফর দ্য পিপল এবং অভিবাসনবিরোধী সানসেইতো পার্টি তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে, যা এলডিপির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
‘আমরা কী করছি, তা মানুষ জানে না’ —তাকাইচির আত্মসমালোচনা। দ্বিতীয় রাউন্ডের ভোটের আগে তাকাইচি এক আবেগঘন বক্তৃতায় বলেন, “সম্প্রতি দেশজুড়ে আমি কঠোর কণ্ঠস্বর শুনেছি—মানুষ জানে না, এলডিপি তাদের জন্য কী করছে। এই বাস্তবতা আমাকে নাড়া দিয়েছে। আমি চাই জনগণের উদ্বেগকে আশায় রূপ দিতে।”
তিনি আরও জানান, ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার তার রাজনৈতিক আদর্শ। তাকাইচি বরাবরই জাতীয় প্রতিরক্ষা, অর্থনৈতিক আত্মনির্ভরতা ও সামাজিক শৃঙ্খলার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।
সানা তাকাইচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিনিয়োগ চুক্তি পুনর্নবীকরণের সম্ভাবনা উন্মুক্ত করেছেন। সেই চুক্তির অধীনে জাপানি করদাতাদের অর্থে পরিচালিত বিনিয়োগের বিনিময়ে দেশটির পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক কমিয়েছিল যুক্তরাষ্ট্র। তাকাইচির নেতৃত্বে এই নীতি আরও সম্প্রসারিত হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।
