শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

মোদির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

পুতিনের ভারত সফর ৫-৬ ডিসেম্বর!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:১০, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৪৭, ২ অক্টোবর ২০২৫

পুতিনের ভারত সফর ৫-৬ ডিসেম্বর!

আগামী ৫-৬ ডিসেম্বর ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।কূটনৈতিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তিনি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন।

পুতিনের এই সফরের সময়সূচি এসেছে এমন এক প্রেক্ষাপটে, যখন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাণিজ্য ও জ্বালানি ইস্যুতে তীব্র টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, রাশিয়া থেকে ভারতের ব্যাপক তেল আমদানি। ওয়াশিংটনের দাবি, এটি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরির প্রচেষ্টাকে দুর্বল করছে। তবে নয়াদিল্লি বলছে, যুদ্ধ শুরুর পর ইউরোপে জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারত বিকল্প উৎস হিসেবে রাশিয়ার দিকে ঝুঁকেছে।

রাশিয়া এখন ভারতের অন্যতম বৃহৎ তেল সরবরাহকারী দেশ। একই সঙ্গে মস্কো ভারতের প্রধান অস্ত্র রপ্তানিকারকও বটে। দুটি দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সোভিয়েত আমল থেকে ধারাবাহিকভাবে শক্তিশালী হয়ে এসেছে এবং বর্তমানে তা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

জ্বালানি রপ্তানি মস্কোর বাজেটের প্রধান আয়ের উৎস। পশ্চিমা দেশগুলো এই আয়ের ধারা রুদ্ধ করতে চাইলেও ভারত ও চীন ক্রমেই রাশিয়ার প্রধান ক্রেতায় পরিণত হয়েছে।

পুতিনের এই সফর শুধু ভারত-রাশিয়া সম্পর্কে নতুন মাত্রা আনবে না, বরং আন্তর্জাতিক কূটনীতিতেও তাৎপর্যপূর্ণ হবে। সফরের সময়সূচি এমন এক সময় নির্ধারিত হয়েছে, যখন ট্রাম্প প্রশাসন ভারতকে চাপের মুখে ফেলছে। ফলে নয়াদিল্লি যদি মস্কোর সঙ্গে আরও দৃঢ় বার্তা দেয়, তবে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

উল্লেখ্য, ইউক্রেন আক্রমণের দায়ে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে ভারত আইসিসির সদস্য নয়, তাই নয়াদিল্লির পক্ষে তাকে আটক করার কোনো বাধ্যবাধকতা নেই। এটি পুতিনকে স্বাচ্ছন্দ্যে ভারত সফরের সুযোগ দিয়েছে।

আরও পড়ুন