নভেম্বরে গণভোট দাবি: নির্বাচন কমিশনে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:২৮, ৩০ অক্টোবর ২০২৫
 
						
									আগামী নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ মোট আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হন দলগুলোর নেতাকর্মীরা। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।
নেতারা বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়ন নিশ্চিত করতে হলে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন জরুরি। অন্যথায় জাতীয় ঐক্য বিনষ্টের ঝুঁকি তৈরি হবে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে।
বেলা ১২টার দিকে দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল একে একে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করে আলাদাভাবে স্মারকলিপি জমা দেন।
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বাংলাদেশ মুসলিম লীগের নেতারা এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “দেশে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণের একমাত্র উপায় গণভোট।”
এর আগে বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর এক সভায় জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ নির্ধারণ না হলে পরবর্তী নির্বাচনের সময়সূচি প্রভাবিত হতে পারে। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, “ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও গণভোট ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা জোরদার করতে হবে।”
প্রসঙ্গত, জুলাই সনদকে কেন্দ্র করে চলমান জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং নির্বাচন প্রস্তুতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্প্রতি সক্রিয় হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনী পদায়ন শুরু হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ ঘোষণা হতে পারে।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													