বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০২, ৩০ অক্টোবর ২০২৫

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন করছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। জানা গেছে, দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সংবাদ সম্মেলনে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নভেম্বর গণভোট, মাঠ প্রশাসন পুনর্গঠন ও দলীয় কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে আজকের এই সংবাদ সম্মেলন থেকে।

বিএনপি সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে পরবর্তী আন্দোলন, নির্বাচন এবং জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক কৌশল নিয়ে আলোচনা হয়। আজকের সংবাদ সম্মেলনে সেসব আলোচনার সারসংক্ষেপ তুলে ধরতে পারেন দলের শীর্ষ নেতারা।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন