শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

হজের অর্থ পরিশোধে সৌদির নিয়ম ভাঙছে এজেন্সিগুলো, সতর্ক করল রিয়াদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:০২, ২৩ অক্টোবর ২০২৫

হজের অর্থ পরিশোধে সৌদির নিয়ম ভাঙছে এজেন্সিগুলো, সতর্ক করল রিয়াদ

আগামী বছরের হজ কার্যক্রমকে কেন্দ্র করে অর্থ পরিশোধের ক্ষেত্রে সৌদি আরবের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করছে না বাংলাদেশের কিছু হজ এজেন্সি। সৌদি সরকারের নিষিদ্ধ করা পদ্ধতিতেই তারা অর্থ লেনদেন করছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সতর্ক করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ে পাঠালে, ধর্ম মন্ত্রণালয়ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি, মহাসচিব ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কাছে সতর্কতামূলক চিঠি দিয়েছে। 

চিঠিতে বলা হয়, কিছু হজ এজেন্সি সৌদি আরবে পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির সময় চেকের মাধ্যমে জামানতের অর্থ গ্রহণ করছে এবং মৌসুম শেষে তা ফেরত দেওয়ার শর্ত দিচ্ছে। অথচ এই পদ্ধতি সৌদি পেমেন্ট সিস্টেমের গুরুতর লঙ্ঘন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত ডিজিটাল পেমেন্ট সিস্টেমের বাইরে কোনো অর্থ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে এই ধরনের কার্যক্রম সৌদি নীতিমালার পরিপন্থী এবং তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্দেশনা অমান্য করলে দায়ী এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে পালন না করলে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় জটিলতা দেখা দিতে পারে।’

এ অবস্থায়, উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে মেনে চলা এবং এ ধরনের ব্যত্যয় না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ি, গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সৌদি দূতাবাসের চিঠি এসেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেটি সেই সপ্তাহেই  ধর্ম মন্ত্রণালয়ে পাঠায়। পরে ধর্ম মন্ত্রণালয় সেই নির্দেশনা মানতে হজ এজেন্সিগুলোকে চিঠি পাঠিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজে যেতে প্রাথমিক নিবন্ধন ১৬ অক্টোবর শেষ হয়েছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন