এনটিআরসিএ ভবনে চাকরিপ্রত্যাশীদের তালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৭, ১৩ অক্টোবর ২০২৫
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল শেষে এনটিআরসিএ ভবনের সামনে এসে এই কর্মসূচি পালন করেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা।
বেলা পৌনে ৪টার দিকে ভবনের মূল ফটকে তালা লাগিয়ে তারা ভবনের ভেতরে অবস্থান নেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ তালা ভেঙে আন্দোলনকারীদের বাইরে বের করে দেয়। বর্তমানে পুলিশ ভবনের ভেতরে অবস্থান করছে, আর আন্দোলনকারীরা বাইরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
প্রতিবাদকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছেন। কিন্তু কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা এ ধরনের কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন।
চাকরিপ্রত্যাশীদের মুখে তখন শোনা যায় বিভিন্ন স্লোগান—আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,দালালি না মেধা, মেধা মেধা চাই, “থাকার কথা পাঠশালায়, আমরা কেন রাস্তায়”,“তুমি কে, আমি কে, সনদধারী সনদধারী”।
প্রতিনিধি দলের সদস্য আক্তারুজ্জামান বলেন,“আমরা অতিরিক্ত সচিব আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু তারা আমাদের কোনো দাবি মেনে নেননি। আমাদের মধ্যে দুজন স্ট্রোক করেছে, কয়েকজন হাসপাতালে আছে।”
চাকরিপ্রত্যাশীদের প্রধান দাবি :২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শূন্যপদ যুক্ত করে দ্রুত ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ প্রকাশ করতে হবে। নীতিমালা পরিবর্তনের আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত ১৬,২১৩ জন প্রার্থীর বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে নিয়োগ দিতে হবে।
গত ১৬ জুন এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ১ লাখ ৮২২টি এমপিওভুক্ত শূন্যপদে নিয়োগের আবেদন আহ্বান করে। ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। পরবর্তীতে ১৯ আগস্ট ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
তবে হাজার হাজার প্রার্থী এখনো নিয়োগবঞ্চিত রয়েছেন, যা থেকেই আজকের এ বিক্ষোভ ও ভবনে তালা দেওয়ার ঘটনা ঘটেছে।
