বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ: সাহস ও আত্মত্যাগের এক অনন্য প্রতীক
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০২:১৭, ৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে যে কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধা অমরত্ব লাভ করেছেন, তাদের অন্যতম হলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে তার আত্মাহুতির ঘটনা আজও অনুপ্রেরণা দেয় স্বাধীনতার পরবর্তী প্রজন্মকে।
শৈশব ও পরিবার
১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামে দরিদ্র পরিবারে জন্ম নেন নূর মোহাম্মদ। পিতা আমানত শেখ এবং মাতা জেন্নাতুন্নেসার সন্তান তিনি অল্প বয়সেই বাবা-মাকে হারান। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তাঁকে।
মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেন গ্রামের কৃষক পরিবারের মেয়ে তোতাল বিবিকে। সংসার জীবনে ছিলেন দুই সন্তানের জনক—হাসিনা খাতুন ও শেখ গোলাম মোস্তফা।
সেনা জীবনে যোগদান
১৯৫৯ সালের ১৪ মার্চ যোগ দেন তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর)। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালন শেষে ১৯৭০ সালে বদলি হন যশোরে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ৮নং সেক্টরের যশোর অঞ্চলে ল্যান্স নায়েক পদে থেকে সরাসরি যুদ্ধে নেতৃত্ব দেন।
শেষ লড়াই: ৫ সেপ্টেম্বর ১৯৭১
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি সেনারা তিন দিক থেকে হামলা চালায়। নূর মোহাম্মদ পাঁচজন মুক্তিযোদ্ধার টহলদলের নেতৃত্ব দিচ্ছিলেন।
সহযোদ্ধা নান্নু মিয়া গুলিবিদ্ধ হলে কাঁধে তুলে নিয়ে গুলি চালাতে থাকেন।
মর্টারের আঘাতে নিজেও মারাত্মকভাবে আহত হন।
সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেন এবং নিজেই শত্রুপক্ষকে আটকে রাখেন।
শেষ মুহূর্ত পর্যন্ত রাইফেল হাতে লড়াই চালিয়ে যান তিনি। পাকিস্তানি সেনারা শেষে তাঁকে বেয়নেট চার্জে হত্যা করে।
সমাধি
যুদ্ধ শেষে তাঁর মরদেহ উদ্ধার করে সমাহিত করা হয় যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে, ভারত সীমান্তের কাছাকাছি।
স্থানীয় মুক্তিযোদ্ধারা বলেন,“যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধাদের রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন নূর মোহাম্মদ। তার আত্মত্যাগ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে আজও বাঁচিয়ে রেখেছে।”
স্বাধীনতার পর তার অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে প্রদান করা হয় বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান—বীরশ্রেষ্ঠ।
তথ্যবক্স: নূর মোহাম্মদ শেখ এক নজরে
জন্ম: ২৬ ফেব্রুয়ারি ১৯৩৬, নড়াইল
শহীদ: ৫ সেপ্টেম্বর ১৯৭১, যশোর
পরিবার: স্ত্রী তোতাল বিবি, দুই সন্তান
পদবী: ল্যান্স নায়েক, ইপিআর
উপাধি: বীরশ্রেষ্ঠ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ শুধু এক জন সৈনিক নন, তিনি আত্মত্যাগ ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক। তাঁর সাহসিকতা আজও প্রমাণ করে—স্বাধীনতার জন্য যে জাতি লড়াই করে, সেই জাতিকে কোনো শক্তি পরাজিত করতে পারে না।