ধর্ম টেনে শাহরুখকে আক্রমণ!
অভিনব কাশ্যপের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা
প্রকাশ: ২০:০৫, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৩৫, ৯ অক্টোবর ২০২৫
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের বিরুদ্ধে হঠাৎই বিতর্কিত মন্তব্য করে বসেছেন ‘দাবাং’খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। এর আগে সালমান খানের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে সরব হলেও এবার শাহরুখের ধর্ম ও ব্যক্তিজীবনকে টেনে কড়া আক্রমণ করেছেন তিনি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনব বলেন, “এই জাতটা শুধু নিতেই জানে, দিতে জানে না। শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’, আর এখানকার ‘মান্নাত’। মান্নাত মানে তো প্রার্থনা। মান্নাত পূরণ হয়েছে বলেই এখন জান্নাতের দিকে নজর দিয়েছেন উনি! যদি ওর জান্নাত ওখানে হয়, তাহলে ভারতে কী করছেন?”
এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়। নেটিজেনদের অনেকেই বলছেন, পরিচালকের বক্তব্যে স্পষ্ট মুসলিমবিদ্বেষের গন্ধ রয়েছে।
এক ব্যবহারকারী লিখেছেন, “আগেই বলেছিলাম, এই লোকটা মুসলিমবিদ্বেষী। সালমান-শাহরুখ—দু’জনকেই ঘৃণা করে শুধুমাত্র ধর্মের কারণে।”
অন্য একজনের মন্তব্য, “নিজের হতাশা থেকে ধর্ম টেনে আনা সম্পূর্ণ লজ্জাজনক। শাহরুখের বিরুদ্ধে এই আক্রমণ যুক্তিহীন।”
অভিনব এখানেই থেমে থাকেননি। শাহরুখের জনপ্রিয় সংলাপ “বেটেকো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর” নিয়েও কটাক্ষ করে বলেন, “ওরা তো এমন প্রাসাদে থাকে যেগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে। ওদের সঙ্গে আমরা কথা বলব কী নিয়ে? ওদের মানসিকতা ঠিক নয়।”
শিল্পমহল ও দর্শকদের একাংশের মতে, সালমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে পরিচালকের কিছু অভিযোগ বাস্তব হতে পারে, কিন্তু শাহরুখের বিরুদ্ধে এই হঠাৎ আক্রমণ একেবারেই অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত।
এক নেটিজেন লিখেছেন, “সালমান নিয়ে অন্তত কাজের অভিজ্ঞতা ছিল, কিন্তু শাহরুখের সঙ্গে তো নয়! শুধু ‘মান্নাত’ আর ‘জান্নাত’ নিয়ে থিসিস পড়ছেন।”
বলিউডে এখন আলোচনা—এক সময়ের সফল পরিচালক অভিনব কাশ্যপ কি বিতর্কের আলোতে ফিরে আসতে চাচ্ছেন? কারণ শাহরুখকে নিয়ে তার এই মন্তব্যেই সোশ্যাল মিডিয়া এখন সরগরম, আর নতুন করে মাথা তুলেছে বলিউডে ধর্মভিত্তিক বিদ্বেষের বিতর্ক।
