সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

তরুণীর টার্গেট ১০০০ পুরুষ 

অন্যরকম ডেস্ক

প্রকাশ: ১৩:০৮, ২২ অক্টোবর ২০২৫

তরুণীর টার্গেট ১০০০ পুরুষ 

২০২৫ সালের মধ্যেই ১০০০ ভার্জিন ছেলের সঙ্গে ঘুমাতে চান অস্ট্রেলিয়ার অ্যানি নাইট। ইতোমধ্যেই তিনি ৬০০ পুরুষের সঙ্গে মিলিত হয়েছেন। প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার পর চলতি বছরেই তিনি বসতে চান বিয়ের পীড়িতে। 

ডেইলি মেইলকে অ্যানি জানিয়েছেন, আমার ইচ্ছের কথা আমি আমার প্রেমিক জেমস ব্রেইশকেও বলেছি। তাকে একটি শর্তও দিয়েছি। বিয়ে করার আগে আমি ১,০০০ ছেলের সাথে সম্পর্ক স্থাপন করবো, কিন্তু তুমি অন্য কোনো নারীর কাছে যেতে পারবে না। জেমসও এতে সম্মতি দিয়েছেন, জানান অ্যানি। 

অস্ট্রেলিয়ার সবচেয়ে যৌনসক্রিয় নারী হিসেবে খ্যাতি পেয়েছেন, ২৮ বছরের এই ওনলিফ্যানস তারকা। 

১০ বছর একসঙ্গে থাকার পর গত ২৪ মার্চ রাতে বেভারলি হিলসের এক হোটেলে রোমান্টিক ডিনারে জেমস ব্রেইশের সাথে তিনি বাগদান করেন। 

অ্যানি জানিয়েছেন, তার বাগদত্তা সম্পূর্ণরূপে একগামী, তার প্রতি বিশ্বস্ত এবং অন্য মহিলাদের সাথে তার ঘুমানো নিষিদ্ধ, তবে একই নিয়ম তার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

পেশাগত জীবনে অ্যানি একজন পর্ন তারকা। তিনি ভার্জিন ছেলেদের সাথে অ্যাডাল্ট কনটেন্ট তৈরি করেন এবং তা ওনলিফ্যানস পর্ন সাইটে পোস্ট করেন। এভাবে তিনি মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেন। তবে যে সব ছেলের সঙ্গে তিনি মিলিত হন, তাদের কাছ থেকে কোনো টাকা নেন না। উল্টো তাদেরকেই টাকা দেন। 

২০২৩ সালে তিনি ১০০০ ভার্জিন পুরুষের সাথে মিলনের সিদ্ধান্ত নেন। তারপর ওনলিফ্যানসে বিজ্ঞাপন দেন। ওই বছর তিনি ৩০০ পুরুষের সাথে মিলিত হয়েছিলেন। ২০২৪ সালে আরও ৩০০ পুরুষসহ ৬০০ ভার্জিন ছেলের সঙ্গে মিলিত হয়েছেন। গত বছরের শেষ দিকে তিনি ভার্জিন ছেলেদের কাছ থেকে ইমেইলে আবেদন গ্রহণ শুরু করেন। অল্প কয়েকদিনেই ২০০০ আবেদন জমা পড়ে। এরপর গত ডিসেম্বর মাসে তাদের ইন্টারভিউ নেন তিনি। 

তার সঙ্গে মিলিত হওয়ার কিছু শর্ত আছে। লম্বা, সুদর্শন এবং শক্তিশালী ছেলেদের তিনি নির্বাচন করেন। পছন্দ হলে নিরোগ ও ভার্জিনিটি পরীক্ষার জন্য মেডিকেল টেস্ট করতে ডাকেন। পরীক্ষায় উত্তীর্ণদের একটি আইডি কার্ড দেন তিনি। তারপর সিরিয়ালে কোনো রিজোর্ট কিংবা পাঁচ তারা হোটেলে তাদের আমন্ত্রণ জানান। 

অ্যানি ডেইলি মেইলকে জানান, ২০২৫ সালের জন্য বুকিং দেয়া 
পুরুষের সাথে তিনি সিরিয়ালি এখন দেখা করছেন। তিনি বলেন, এই কাজের জন্য তার হবু স্বামীর সাথে বিবাহিত জীবনের আনন্দে কোনও পরিবর্তন আসবে না। কারণ সে খুবই সহায়ক ও সেরা। সে বোঝে যে আমি খুব কর্মমুখী এবং আমি আমার কাজ করি। 

অ্যানি আরও জানান, স্প্রিং ব্রেকে আমার সঙ্গে জেমস ক্যানকুনে গিয়েছিলো। সেখানে পর্ন তারকা বনি ব্লু ও আমি কয়েক ডজন ছেলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলাম। সে দিনের বেলা হোটেলে থাকতো, আরাম করতো এবং রাতের বেলা আমি তার কাছে যেতাম। 

ডেইলি মেইলকে অ্যানি আরও জানান, সে আমাকে সবার চেয়ে ভালো জানে। এমনকি আমি নিজেকেও যতোটা জানি তার চেয়েও সে আমাকে ভালো জানে। আমরা অনেক কিছুর মধ্য দিয়ে গেছি। একে অপরের প্রতি আমাদের যে সমর্থন ও ভালোবাসা আছে, তা অতুলনীয়। আমাকে সে আমার মতো করেই গ্রহণ করে।

অ্যানি জানান, আমরা যখন ভিডিও স্যুট করতে গিয়েছিলাম, ছেলেরা তখন আমার সাথে ছবি তুলতে চাইতো। পুলে ভিড় করতো। সত্যিই এটা অনেক মজার ছিলো। যখন তারা ছবি তুলতে আমার রুমে আসতো, তখন আমার ও বনির সহকারিরা যুবকদের রিলিজ ফর্মে স্বাক্ষর করতো। বৈধতা প্রমাণের জন্য তাদের পরিচয়পত্র দিতো।  তারপর আমার সঙ্গে দেখা করার জন্য সময় নির্ধারণ করে দিতো। 

উপরন্তু, ঈর্ষান্বিত হওয়ার পরিবর্তে দিনের শেষে জেমস আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাতো। সে জিজ্ঞেস করতো আমি কতজন লোকের সাথে ছবি করেছি। কেমন হয়েছে এবং স্যুটিং এ আমি সন্তষ্ট কি-না। 

অ্যানি জানান, গত ২৪ মার্চ রাতের ওই ডিনারে অস্ট্রেলিয়ার বিখ্যাত এক ক্রীড়া ভাষ্যকারের ছেলে হেনরি উপস্থিত ছিলো। সে সোশ্যাল মিডিয়ায় আমার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমি তোমাকে ভালোবাসি।

গত ফেব্রুয়ারিতে, অ্যানি তার টিকটক অনুসারীদের বলেছিলেন, আমি একজন প্রেমিক খুঁজছি। সম্ভাব্য সঙ্গীকে 'অতি সুরক্ষিত' হতে হবে, যাতে সে অন্য পুরুষদের সাথে তার চ্যালেঞ্জের ছবি তুলতে পারে। এবং এখন আমি ভালোবাসা খুঁজে পেতে প্রস্তুত।

যে মেয়েটিকে হাজার হাজার মানুষ নিন্দা জানায়, সে এমন কাউকে খুঁজে পেতে চায়, যার সাথে তার সংসার সুখের হয়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু