পশুর নদে নৌকাডুবি: নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী নারী, উদ্ধার ১২
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৩, ৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:০২, ৮ নভেম্বর ২০২৫
পশুর নদে নৌকা ডুবে নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী নারী। ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী একটি বোট উল্টে রিয়ানা আবজাল (২৮) নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারী নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাংমারী খাল ও পশুর নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’-তে রাত্রিযাপন শেষে ১৩ জন পর্যটক একটি ছোট বোটে করে করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। পথে নৌবাহিনীর একটি জাহাজ অতিক্রম করার সময় সৃষ্ট প্রবল ঢেউয়ে বোটটি উল্টে যায়। এতে সবাই পানিতে পড়ে যান।
তিনি আরও জানান, স্থানীয় লোকজন ও বন বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে উদ্ধার করলেও পাওয়া যায়নি রিয়ানাকে। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ছিলেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
নিখোঁজ রিয়ানার বাবা বিমানবাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, “জাহাজের সৃষ্ট ঢেউয়ে মুহূর্তেই নৌকাটি উল্টে যায়। আমরা সবাই নদীতে পড়ে যাই। সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় ১২ জন উদ্ধার হলেও আমার মেয়েকে আর পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, রিয়ানা ঢাকার উত্তরার বাসিন্দা হলেও তাদের মূল বাড়ি বরিশালে।
বর্তমানে বন বিভাগ, নৌপুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিখোঁজ রিয়ানার সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।
