নাচোলে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে দুই সহোদরের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৩, ১৬ অক্টোবর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—মিলন (৬০) ও তার ছোট ভাই আলম (৫৫)। তারা উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল সাহাপুকুর মহল্লার বাসিন্দা এবং বিএনপির স্থানীয় নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, নাচোল এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির দুই প্রভাবশালী নেতা—সাবেক এমপি আমিনুল ইসলাম এবং মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম তুহিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েক দিন ধরে উত্তেজনা চরমে ওঠে। তিন দিন আগে আমিনুল ইসলামের অনুসারী তরিকুল, কামরুল ও শফিকুলকে মারধর করেন তুহিনের সমর্থকরা। এরই জেরে মঙ্গলবার সকালে আমিনুলের অনুসারীরা পাল্টা হামলা চালায়। সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন, যাদের মধ্যে আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত মিলন ও আলম বুধবার রাতে হাসপাতালে মারা যান।
নিহতদের বোন তাঞ্জিলা বেগম জানান, রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তার দুই ভাই মারা যান। তিনি এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সমাজকালকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি, তবে কেউ অভিযোগ না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
অন্যদিকে, বিএনপির স্থানীয় নেতারা ঘটনাটিকে রাজনৈতিক সংঘর্ষ হিসেবে অস্বীকার করেছেন। সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘দুই পক্ষেই বিএনপির লোকজন থাকলেও এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং স্থানীয় গ্রাম্য বিরোধের জেরেই সংঘর্ষ হয়েছে।’ একই কথা জানিয়েছেন নাচোল থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের।
ঘটনার পর থেকে ফতেপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে।