সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

বিজিবির অভিযানে ১৭০ রোহিঙ্গা আটক,  মাঝিদের কাছে হস্তান্তর

শহিদুল ইসলাম, উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ২১:২২, ৭ অক্টোবর ২০২৫

বিজিবির অভিযানে ১৭০ রোহিঙ্গা আটক,  মাঝিদের কাছে হস্তান্তর

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবির থেকে বাইরে আসা নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৭০ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন।


সূত্র জানায়, আটক রোহিঙ্গাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। তারা সবাই উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছিলেন। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাজের খোঁজে বা ব্যক্তিগত প্রয়োজনে তারা ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে পড়েন।


আটকের পর বিজিবি সদস্যরা নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের মাধ্যমে মাঝিদের জিম্মায় তাদের হস্তান্তর করেন।


টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন,“রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে চলে আসায় স্থানীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হচ্ছে। এর ফলে মানবপাচার, মাদক ব্যবসা, অপহরণ, চুরি, খুন-গুমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।”


তিনি আরও বলেন,“স্থানীয় জনগণ আতঙ্কে রয়েছে, সামাজিক স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ইসমাইল বলেন,“প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং, মিটিং ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে রোহিঙ্গাদের জানানো হচ্ছে— তারা যেন ক্যাম্পের বাইরে না যায়। কিন্তু তারপরও কেউ চিকিৎসা, কেউ দিনমজুরির কাজ কিংবা মাছ ধরার মতো কারণে বাইরে চলে যায়। বিজিবি তাদের আটক করে আমাদের জিম্মায় দেয়।”


বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গা বর্তমানে উখিয়া ও টেকনাফের শিবিরে বসবাস করছেন। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার হয়ে তারা বাংলাদেশে আশ্রয় নেন।


যদিও বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সহায়তা অব্যাহত রেখেছে, সময়ের সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান স্থানীয় অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও সামাজিক ভারসাম্যে চাপ সৃষ্টি করছে।


স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন,“রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে এসে স্থানীয় বাজার ও কৃষিজমিতে কাজ করছে। এতে আমাদের শ্রমবাজারে চাপ পড়ছে। পাশাপাশি চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধও বাড়ছে।”


বিজিবি ও প্রশাসনের একাধিক সূত্র জানায়, রোহিঙ্গা নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পের ভেতরে নজরদারি ও বাইরে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।

 

বিজিবির পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে—আইনের ব্যত্যয় ঘটিয়ে ক্যাম্প ছাড়ার চেষ্টা করলে বা বাইরে অবস্থান করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।”
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু