টেস্টে ভারতের ৫ বড় হারের ৩টিই ঘরের মাঠে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:১৬, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৪:৩৫, ২৭ নভেম্বর ২০২৫
টেস্টে শীর্ষ পাঁচ বড় হারের তিনটিই ভারতের ঘরের মাঠে। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হোয়াইটওয়াশ, তার সঙ্গে যোগ হলো আরও লজ্জার পরিসংখ্যান—টেস্ট ক্রিকেটে রানের হিসাবে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রোটিয়াদের কাছে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। ঘরের মাঠে এত বড় ব্যবধানে হার—ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই প্রথম।
মাত্র চার দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। শেষ দিনে ভারতীয় ব্যাটারদের প্রতিরোধ ছিল নিস্তেজ। মাত্র ১৪০ রানে অলআউট হয়ে বিশাল ব্যবধানেই ম্যাচ হারতে হয় রোহিত শর্মার দলকে। এর মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা।
ভারতের টেস্ট ইতিহাসে বড় পাঁচ হার (রানের ব্যবধানে)
১) ৪০৮ রান বনাম দক্ষিণ আফ্রিকা–গুয়াহাটি, ২০২৫ (ঘরের মাঠ)
২) ৩৪২ রান বনাম অস্ট্রেলিয়া–নাগপুর, ২০০৪ (ঘরের মাঠ)
৩) ৩৪১ রান বনাম পাকিস্তান–করাচি, ২০০৬
৪) ৩৩৭ রান বনাম অস্ট্রেলিয়া–মেলবোর্ন, ২০০৭
৫) ৩৩৩ রান বনাম অস্ট্রেলিয়া–পুনে, ২০১৭ (ঘরের মাঠ)
পরিসংখ্যান বলছে, ভারতের টেস্ট ইতিহাসের বড় পাঁচ হারের মধ্যে তিনটিই ঘরের মাঠে—নাগপুর (২০০৪), পুনে (২০১৭) এবং সর্বশেষ গুয়াহাটি (২০২৫)। ফলে ‘ঘরের মাঠে অজেয় ভারত’ ধারণা আর আগের মতো দৃঢ় থাকছে না।
ব্যাটিং ব্যর্থতা ও স্পিন-সহায়ক উইকেটে ব্যাটসম্যানদের দুর্বলতা ভারতকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। দক্ষিণ আফ্রিকার পেস ও স্পিনাররা ধারাবাহিকভাবে ভারতীয় ব্যাটারদের চাপে রেখেছেন পুরো সিরিজজুড়ে।
গুয়াহাটির এই পরাজয় শুধু সিরিজ হোয়াইটওয়াশই নয়, ভারতের ক্রিকেট ইতিহাসে এক নতুন লজ্জার অধ্যায়ও যুক্ত করল—ঘরের মাঠে সবচেয়ে বড় ব্যবধানে হার।
