এসেই মনোয়ন পেলেন রেজা কিবরিয়া
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫২, ৪ ডিসেম্বর ২০২৫
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রেজা কিবরিয়া। ছবি: সংগৃহীত
সদ্য বিএনপিতে যোগ দেওয়া রেজা কিবরিয়া বিএনপির মনোনয়ন পেয়েছেন। তাকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের দলীয় প্রার্থী করা হয়েছে। তিনি আওয়ামী লীগের প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে এবং একজন অর্থনীতিবিদ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই তালিকায় রেজা কিবরিয়ার নাম রয়েছে।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রেজা কিবরিয়া বলেন, “এই মনোনয়ন আমাকে আমার এলাকায় কাজ করার সুযোগ দিয়েছে। প্রথমেই আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। নবীগঞ্জ–বাহুবলে উন্নতমানের কলেজ, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ গড়ে তুলতে চাই। আন্তর্জাতিক মানের শিক্ষিত প্রজন্ম গড়তে যা যা প্রয়োজন, সবকিছুই করতে প্রস্তুত আছি। আমার প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার উন্নয়ন।”
হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন পাঁচজন ছিলেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। গত কয়েক সপ্তাহ ধরে তিনি মাঠে বেশ সক্রিয় ছিলেন। একইভাবে আলোচিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলেছুর রহমান মুখলিস। এর মধ্যে এগিয়ে ছিলেন শেখ সুজাত মিয়া। তবে শেষ মুহূর্তে সেই মনোনয়ন পেলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া রেজা কিবরিয়া।
১ ডিসেম্বর সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দিয়ে রেজা কিবরিয়া বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. রেজা কিবরিয়া গণফোরাম নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ–১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান ও কর্মসূচিতে সক্রিয় ছিলেন।
