মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার চিকিৎসায় চীন-সিঙ্গাপুর থেকে আরও চিকিৎসক আসার কথা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৫, ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার চিকিৎসায় চীন-সিঙ্গাপুর থেকে আরও চিকিৎসক আসার কথা

খালেদা জিয়া। ফাইল ছবি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ‘স্পেশাল কেয়ারে’ রাখা হয়েছে। সোমবার ভোরে তার শারীরীক অবস্থার অবনতি হলে তাকে স্পেশাল কেয়ারে নেওয়া হয়।

এমন তথ্য জানিয়ে চিকিৎসক বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসায় ইতোমধ্যেই বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় আসতে শুরু করেছেন। এর মধ্যে চীনের পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল ইতোমধ্যে ঢাকায় এসেছে। সোমবার রাতে তাদের এভারকেয়ার হাসপাতালে দেখা গেছে। চীনা চিকিৎসকরা কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছিলেন বলে জানান হাসপাতালের কর্মকর্তারা।

বিএনপি নেতারা বলছেন, চীন ও সিঙ্গাপুর থেকে মঙ্গলবার (২ ডিসেম্বর) আরো কয়েকজন চিকিৎসকের আসার কথা রয়েছে।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকেও একদল জ্যেষ্ঠ চিকিৎসক বসুন্ধরার ওই বেসরকারি হাসপাতালে এসেছেন।

চিকিৎসকরা বলছেন, শারীরীক অবস্থা অনুকূলে হলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে। এ জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স দিতে সম্মত হয়েছে চীন। তারা তাকে চীনে নেওয়ারও প্রস্তাব দিয়েছে।

তবে খালেদা জিয়ার পরিবার, বিশেষ করে ছেলে তারেক রহমান তাকে যুক্তরাজ্যে নিতে চান। সেখানে তিনি গত গত ১৭ বছর ধরে বাস করছেন।

চীন থেকে আসা মেডিকেল টিম খালেদা জিয়ার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ও মেডিকেল নথি দেখে বলেছেন, তাকে ‘বিপদমুক্ত করা অসম্ভব নয়’। 
 
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করে নেওয়া হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, তাদের চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটময়’। এরপর প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চেয়ে বিবৃতি দিতে থাকেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সাতপাকে বাঁধা পড়লেন সামান্থা-রাজ নিদিমরু
মেয়ে সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান
১ ডিসেম্বর ১৯৭১: কালীগঞ্জ গণহত্যায় শহীদ হন ১৩৬ নিরীহ মানুষ
‘দেশ স্বাধীন করলেও চৌকিদারের কাছেও দাম পাই না’
বিকেএসপির প্রথম থিম সং, ‘এসো স্বদেশের পতাকা উড়াই’
স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি কত
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা
ইসি চাইলে ভোটার হতে পারবেন তারেক রহমান
জোটে দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট
অধ্যাদেশ জারির একদিনের মধ্যে সচিব পেল সুপ্রিম কোর্ট সচিবালয়
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
এখনকার সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন: ওয়াহিদউদ্দিন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: পরিবেশ উপদেষ্টা
চকবাজার ও মোহাম্মদপুরের ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নির্বাচন পেছাতে দেওয়া হবে না: পীর সাহেব চরমোনাই
একটি দল প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে: জামায়াত আমির
লিবিয়ায় বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো সরকার
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন
ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪
চকবাজারের আবাসিক ভবনে আগুন