তারেক রহমান ‘শিগগিরই’ দেশে আসছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১০, ২ ডিসেম্বর ২০২৫
তারেক রহমান। ফাইল ছবি
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘শিগগিরই’ দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। কিন্তু কবে আসবেন- তা বলেননি তিনি।
সোমবার (১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “উনি শিগগিরই চলে আসবেন ইনশাল্লাহ।” তবে কবে আসবেন, তা নির্দিষ্ট করে বলেননি বিএনপির এ নেতা।
এদিন রাত ৯টা থেকে টানা আড়াই ঘণ্টা বৈঠক চলে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসাসেবার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে এভারকেয়ার হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বেগম জিয়ার সর্বশেষ অবস্থা বৈঠকে তুলে ধরেন।
বৈঠকের পর সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘এটা আমাদের নিয়মিত বৈঠক। এখানে নির্বাচনভিত্তিক এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের প্রচারের বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা হয়েছে।”
বিএনপি চেয়ারপারসনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ সংক্রান্ত বিষয় অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাহেব সংবাদমাধ্যমকে বলবেন।”
এর আগে গত ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’।
পরের দিন শুক্রবার তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার।
খালেদা জিয়ার এমন অবস্থার মধ্যে শনিবার এক ফেইসবুক পোস্টে নিজের দেশে ফেরার বিষয়ে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, দেশে ফেরার বিষয়টি তার ‘একক নিয়ন্ত্রণাধীন’ নয়।
তার এমন বক্তব্যের পর সরকারের তরফ থেকে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তিনি দেশে ফিরতে চাইলে সহযোগিতার আশ্বাসও আসে একাধিক উপদেষ্টার মুখ থেকে।
