মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

এককভাবে তিনশ’ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:২৭, ২৩ নভেম্বর ২০২৫

এককভাবে তিনশ’ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম / ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এ বিষয়ে কেউ অপপ্রচারে কান দেবেন না। তবে আমাদের আদর্শের সঙ্গে মিল থাকলে ভবিষ্যতে কেউ যোগ দিলে— আমরা তা অবশ্যই খোলামেলাভাবে আগেই জানিয়ে দেবো।”

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎ করতে সারা দেশ থেকে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত হন।

এসময় নাহিদ বলেন, একটি সাজানো ও সমঝোতার নির্বাচনের ষড়যন্ত্র চলছে। নির্বাচনের জন্য এনসিপি লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। অর্থ ও পেশিশক্তি ব্যবহারের সংস্কৃতি আগের মতই দেখা গেছে। সে অর্থে পরিস্থিতি শক্তভাবে মোকাবিলায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনও পদক্ষেপ নেই।

সংবাদ সম্মেলনে নাহিদ আরও বলেন, আজ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ১ হাজার ৪৮৪ জনের সাক্ষাৎকার শেষে সৎ ও যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবার আমরা তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনকে মনোনয়ন দিচ্ছি। কারণ আমরা অতীতের গতানুগতিক ধারার পরিবর্তে নতুন পথচলা শুরু করতে চাই। যার মাধ্যমে আগামীতে একটি অন্তর্ভুক্তিমূলক সংসদ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখছি।

এনসিপির আহ্বায়ক বলেন, অন্য দলগুলোর প্রার্থী বাছাইয়ে নতুন রাজনীতির কোনও ছাপ নেই। পাঁচ বছর আগে নির্বাচন হলে যাদের মনোনয়ন দিতো, এবারও তাদেরই দিচ্ছে। বিপরীতে আমরা নতুন, সৎ, দক্ষ ও যোগ্য মানুষদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

তিনি জানান, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সাতপাকে বাঁধা পড়লেন সামান্থা-রাজ নিদিমরু
মেয়ে সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান
১ ডিসেম্বর ১৯৭১: কালীগঞ্জ গণহত্যায় শহীদ হন ১৩৬ নিরীহ মানুষ
‘দেশ স্বাধীন করলেও চৌকিদারের কাছেও দাম পাই না’
বিকেএসপির প্রথম থিম সং, ‘এসো স্বদেশের পতাকা উড়াই’
স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি কত
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা
ইসি চাইলে ভোটার হতে পারবেন তারেক রহমান
জোটে দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট
অধ্যাদেশ জারির একদিনের মধ্যে সচিব পেল সুপ্রিম কোর্ট সচিবালয়
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
এখনকার সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন: ওয়াহিদউদ্দিন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: পরিবেশ উপদেষ্টা
চকবাজার ও মোহাম্মদপুরের ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নির্বাচন পেছাতে দেওয়া হবে না: পীর সাহেব চরমোনাই
একটি দল প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে: জামায়াত আমির
লিবিয়ায় বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো সরকার
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন
ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪
চকবাজারের আবাসিক ভবনে আগুন