নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি: মির্জা ফখরুল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৮, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:২৩, ১১ অক্টোবর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আর কারও জন্য অপেক্ষা নয়, কাল বিলম্ব নয়—এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি। এই গাড়ি শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে।”
প্রয়াত আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকীতে শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “কিছু লোক বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালায় যে বিএনপি নাকি সংস্কার মানে না। কিন্তু বিএনপি-ই সংস্কারের জন্মদাতা দল। জিয়াউর রহমান সংস্কারের মাধ্যমে এই দেশেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।”
তিনি অভিযোগ করে বলেন, “সব দিক থেকেই চেষ্টা চলছে বিএনপিকে ঘায়েল করার। কিন্তু জনগণ ধানের শীষে ভোট দেবে, কারণ তারা পরিবর্তন চায়।”
ফখরুল আরও বলেন, “নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কিছু পক্ষ। আমরা ১৫ বছর লড়াই করেছি এই নির্বাচনের জন্য। লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর মানুষ আশার আলো দেখেছিল—তারা তাদের জনপ্রতিনিধি পাবে। কিন্তু এখন দেশ চালাচ্ছে আমলারা। আমাদের দাবি একটাই, নির্বাচিত সংসদ ও নিরপেক্ষ নির্বাচন।”
বিএনপি মহাসচিব বলেন, “সরকারের শতভাগ নিরপেক্ষ থাকা উচিত। কোনো উপদেষ্টা যদি কোনো বিশেষ দলের হয়ে কাজ করেন, সেটা জনগণ মেনে নেবে না। নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস নেই।”
ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে। সীমান্ত হত্যা, পানির হিস্যা বঞ্চনা এবং নির্বাচনে হস্তক্ষেপ তার প্রমাণ। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই—কিন্তু সেটা হতে হবে সমতার ভিত্তিতে, হস্তক্ষেপ ছাড়া।”