নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্রে বডি ক্যামেরা দেওয়া হচ্ছে
প্রকাশ: ১৪:৪৬, ১৮ নভেম্বর ২০২৫
অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
আগামী জাতীয় নির্বাচনে মাঠপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে স্পর্শকাতর কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগে যেভাবে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা ছিল, এখন সেটি আর হচ্ছে না—সংখ্যা ‘রেশনালাইজ’ করে কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বডি ক্যামেরা প্রকিউরমেন্টে স্বচ্ছ প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ড. সালাহউদ্দিন জানান—“বডি ক্যামেরা নিয়ে ব্যাপক পর্যালোচনা করা হয়েছে।যে সংখ্যাটি আগে নির্ধারিত ছিল, তা অনেক বেশি। তাই আমরা বলেছি—রেশনাল স্কেলে আনতে হবে।”
তিনি আরও জানান, “সব কেন্দ্রে ক্যাম বসানো সম্ভব নয়। মনিটরিং, ডাটা রিভিউ—সবকিছুই বড় চ্যালেঞ্জ। তাই শুধু স্পর্শকাতর কেন্দ্রগুলোতে দেওয়া হবে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন পর্যালোচনা করছে।
আগের পরিকল্পনা অনুযায়ী ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত পর্যালোচনায় থাকলেও এখন সেটি আর থাকছে না। অর্থ উপদেষ্টা বলেন—“হ্যাঁ, সংখ্যা কমবে। তবে কত কমবে তা এখন বলা যাবে না। প্রস্তাব এলে বোঝা যাবে।”
কবে নাগাদ বডি ক্যাম কেনা হবে—এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, সম্ভবত পরের সপ্তাহেই তারা প্রস্তাব নিয়ে আসবে।
