মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

প্রবাসীরা প্রথমবারের মতো ভোট দেবেন যেভাবে

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৪:০৫, ১৮ নভেম্বর ২০২৫

প্রবাসীরা প্রথমবারের মতো ভোট দেবেন যেভাবে

নির্বাচন কমিশন (ইসি)। গ্রাফিক্স : সমাজকাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশে বসেই যাতে ভোট দেওয়া যায়— সেই লক্ষ্যেই চালু হচ্ছে নতুন ভোটার নিবন্ধন অ্যাপ। অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হলেই সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে ব্যালট পেপার।

অ্যাপ উদ্বোধনের প্রস্তুতির মধ্যে সোমবার (১৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন ভবনে পোস্টাল ভোট বিডি উদ্বোধন হবে। এটা একটা ঐতিহাসিক মাইলফলক।

রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে দলের প্রতিনিধিদের সহায়তা চান সিইসি।

ইসি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পৌঁছানো থেকে শুরু করে ভোট দিয়ে তা ফেরত পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হতে পারে। কোনো কোনো দেশে এটি পৌঁছাতে ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে প্রবাসীদের পাঠানো ব্যালটে থাকবে নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের নাম ও প্রতীক। পাশাপাশি যুক্ত থাকবে ‘না’ ভোটের অপশনও। তবে কোনো আসনে যদি একমাত্র প্রার্থী থাকেন, কেবল সেই আসনের প্রবাসী ভোটাররাই ‘না’ ভোট দিতে পারবেন।

নিবন্ধন পদ্ধতি সম্পর্কে ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ জানিয়েছেন, অ্যাপে নিবন্ধন শেষে ভোটার তার নিজ আসনের প্রার্থীদের চূড়ান্ত প্রতীক দেখতে পারবেন। এরপর ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হলে ভোট দিয়ে তা আবার বাংলাদেশে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন তারা। পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকবে বাংলাদেশ ডাক বিভাগ, আর প্রত্যেক ভোটারের জন্য ব্যয় হবে প্রায় ৭০০ টাকা।

ইসি আরও জানিয়েছে, বিদেশে বসে অ্যাপ ব্যবহার করা নিশ্চিত করতে সেখানে জিও-লোকেশন ব্যবস্থা সচল থাকবে। ফলে বাংলাদেশের ভেতর থেকে এই অ্যাপ ব্যবহার করে ভোট দেওয়া সম্ভব হবে না। এজন্য প্রত্যেক প্রবাসী ভোটারের থাকতে হবে একটি আন্তর্জাতিক সিমকার্ড, যা দিয়ে তারা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করবেন।

ইসির প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বলেন, “এই উদ্যোগের মূল লক্ষ্য— দেশের বাইরে থাকা লাখো বাংলাদেশিকে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে সরাসরি সম্পৃক্ত করা। তাদের ভোট নিরাপদ ও নির্ভুলভাবে দেশে পৌঁছাতে সব ধরনের প্রযুক্তি ও লজিস্টিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা
আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর
রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন
মাত্র ৩৪ বছরে ‘ভয়েস অফ উড়িশা ২’ বিজয়ী হুমানির মৃত্যু
বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান
রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামো তৈরি করে দেবে সরকার
অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কত সম্পদ শেখ হাসিনার
আদনান আল রাজীবের নতুন বিজ্ঞাপনে শাকিব খান