সমরাস্ত্র কারখানায় চাকরির সুযোগ
চল্লিশ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন!
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৭:০৪, ১০ অক্টোবর ২০২৫

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) নবম গ্রেডভুক্ত ১৬টি পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে।
পদ ও সংখ্যা:
১.সহকারী প্রকৌশলী – ১৩টি পদ
২.সহকারী কেমিস্ট – ১টি পদ
৩.পার্সোনেল অফিসার / স্টোর অফিসার / আবাসিক অফিসার / ক্রয় অফিসার / বাজেট অফিসার – ২টি পদ
বয়সসীমা:
২০২৫ সালের ৯ নভেম্বর তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর।
তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ? http://bof.teletalk.com.bd
আবেদন শুরু: ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯টা
শেষ সময়: ৯ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা
ফি জমাদান:
আবেদন জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
সাধারণ প্রার্থীদের ফি: ২২৩ টাকা
অনগ্রসর নাগরিকদের ফি: ৫৬ টাকা